Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সৈকতে ডিজে, শব্দবাজিতে নিষেধাজ্ঞা

প্রশাসন সূত্রের খবর, দিঘায় বর্ষবরণ উপলক্ষে অধিকাংশ হোটেলে ডিজে বক্স বাজিয়ে নানা রকম জলসার আয়োজন করা হয়।

ছবি এএফপি।

ছবি এএফপি।

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০১:০১
Share: Save:

বর্ষবরণে ভিড় বাড়বে সৈকত শহরে। সেই উপলক্ষে থাকবে নানা আয়োজনও। তাই পরিবেশ দূষণের কথা মাথায় রেখে দিঘায় ডিজে বক্স এবং শব্দবাজি নিষিদ্ধ করল পুলিশ। মঙ্গলবার সকালে এ ব্যাপারে হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয় দিঘা থানায়। সেখানেই হোটেল মালিকদের একটি নির্দিষ্ট বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়।

প্রশাসন সূত্রের খবর, দিঘায় বর্ষবরণ উপলক্ষে অধিকাংশ হোটেলে ডিজে বক্স বাজিয়ে নানা রকম জলসার আয়োজন করা হয়। তাছাড়া, গত কয়েক বছর ধরে পর্যটক এবং স্থানীয় উদ্যোগে শব্দবাজিও ফাটানো হয়। এর ফলে সৈকত শহরের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল বলে পরিবেশ প্রেমীরা বারবার অভিযোগ করে আসছিলেন। সে জন্য এ বার এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

এ দিন সকাল থেকে বাস, ট্রেন এবং প্রাইভেট গাড়িতে পর্যটকেরা এসে পৌঁছেছেন দিঘায়। নিউ দিঘা হোটেল মালিক সংগঠনের সম্পাদক কৌশিক জানা বলেন, ‘‘প্রশাসনিক নির্দেশ সমস্ত হোটেল মালিকদের কাছে পৌঁছে দিয়েছি। বর্ষবরণ উপলক্ষে যে সব পর্যটক দিঘা বেড়াতে আসছেন, তাঁদের হোটেলে ঢোকার আগেই এ ব্যাপারে জানানো হচ্ছে।’’

পর্যটকদের একাংশ প্রকাশ্যে মদ্যপান করে নানা রকম অপ্রীতিকর কাজ করেন বলেও হামেশাই অভিযোগ ওঠে। এবার আগেভাগেই এ ব্যাপারে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এ দিন আবগারি দফতরের আধিকারিকেরাও ওই বৈঠক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কাঁথির এসডিপিও অভিষেক চক্রবর্তী বলেন, ‘‘হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রাথমিকভাবে বৈঠক করা হয়েছিল। এই সব বিধি যাতে মেনে চলা হয়, তার জন্য অভিযান চালাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Digha New Year Celebration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE