Advertisement
১৮ এপ্রিল ২০২৪

‘মল্লিকা-সরণি’র প্রস্তাব

মল্লিকাকে মরণোত্তর নাগরিক সম্মান দেবে শিলিগুড়ি পুরসভা। রবিবার সকালে মল্লিকার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মেয়র অশোক ভট্টাচার্য। সেখানেই এ কথা জানান।

শোক: মেয়ের মৃত্যুতে মুহ্যমান মল্লিকার মা ও ভাই। রবিবার মল্লিকার বাড়িতে। ছবি: বিশ্বরূপ বসাক

শোক: মেয়ের মৃত্যুতে মুহ্যমান মল্লিকার মা ও ভাই। রবিবার মল্লিকার বাড়িতে। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০৩:২৩
Share: Save:

অপেক্ষা করছিলেন পরিজন, প্রতিবেশীরা। শনিবার মধ্য রাতে মল্লিকা মজুমদারের দেহ তাঁর বাড়িতে আনার পরে ভিড় ভেঙে পড়ে কান্নায়। কারও হাতে ছিল মোমবাতি, কারও হাতে ফুল। রবিবার সকালেও প্রতিবেশী, আত্মীয় স্বজনদের ভিড় ছিল মল্লিকাদের বাড়িতে। এ দিন তাঁদের বাড়ির আশেপাশের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। মল্লিকার সঙ্গে একই ক্লাসে পড়ত তার প্রিয় বান্ধবী লক্ষ্মী রায়। মল্লিকার ছবির সামনে দাড়িয়ে কাঁদতে দেখা যায় তাকে। মল্লিকা যে ঘরে থাকত, সেই ঘরে বিছানা ও টেবিলে ছড়িয়ে ছিল তাঁর বইপত্র। মল্লিকার মা সুলতাদেবী বলেন, ‘‘এখন বুঝতে পারছি আমাদের মেয়ে কী করে গিয়েছে। অঙ্গদানের প্রচারে যদি প্রয়োজন হয় তাহলে আমিও বিভিন্ন জায়গায় আমাদের কথা তুলে ধরব।’’

রাতেই মল্লিকাদের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ‘‘মল্লিকা আমাদের প্রেরণা। আমরা মল্লিকার পরিবারের পাশে আছি। তাদের যতটা সম্ভব সাহায্য করা হবে।’’

মল্লিকাকে মরণোত্তর নাগরিক সম্মান দেবে শিলিগুড়ি পুরসভা। রবিবার সকালে মল্লিকার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মেয়র অশোক ভট্টাচার্য। সেখানেই এ কথা জানান। শুধু তাই নয়, তিনি বলেন, ‘‘যে রাস্তা দিয়ে মল্লিকাদের বাড়িতে যেতে হয় সেই রাস্তার নাম ‘মল্লিকা সরণি’ করার প্রস্তাব আমাদের কাছে এসেছে। আমরা সেই প্রস্তাব নিয়ে মেয়র কাউন্সিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। মল্লিকা আমাদের গর্ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE