Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Santragachhi Stampede

লাখ লাখ মানুষের জন্যে একটি মাত্র ফুটওভার ব্রিজ!

সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনা হওয়ারই ছিল। এমনই মত নিত্যযাত্রীদের। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ একটি মাত্র ফুট ওভারব্রিজ দিয়েই যাতায়াত করে থাকেন। লোকাল ট্রেন তো রয়েইছে, তার উপর বহু দূরপাল্লার ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ২৩:১৬
Share: Save:

সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনা হওয়ারই ছিল। এমনই মত নিত্যযাত্রীদের। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ একটি মাত্র ফুট ওভারব্রিজ দিয়েই যাতায়াত করে থাকেন। লোকাল ট্রেন তো রয়েইছে, তার উপর বহু দূরপাল্লার ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যায়।

ফলে দিন দিন চাপ বাড়ছিল একটি মাত্র ফুট ওভারব্রিজের উপরে। সাঁতরাগাছিতে মোট ছ’টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রত্যেক প্ল্যাটফর্মের সঙ্গে ফুটব্রিজগুলি সিঁড়ি দিয়ে যুক্ত।

নিত্যযাত্রীদের দাবি, প্রায় একই সময়ে দুই থেকে তিনটি ট্রেন ঢুকে যায় স্টেশনে। আবার দূরপাল্লার ট্রেন ধরার জন্যও হুড়োহুড়ি করেন যাত্রীরা। কেউ কেউ আবার ফুটব্রিজের উপরেই ট্রেনের জন্যে অপেক্ষা করেন। কোন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে দেখেই ছুটতে শুরু করেন।

অভিযোগ, এই পরিস্থিতির কথা রেল কর্তৃপক্ষের অজানা নয়। এর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জন্য রেলের ব্যর্থতা এবং সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চওড়া করে ফুটব্রিজ করলে কত টাকা লাগে? ফুটব্রিজের অবস্থাও ভাল ছিল না। কোথাও একটা সমন্বয়ের অভাব রয়েছে।”

আরও পড়ুন: স্টেশনে একই সঙ্গে ৫ ট্রেন, সাঁতরাগাছিতে পদপিষ্ট ১৫, মৃত ২, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ঘটনার জন্য ওই স্টেশনে কর্মরত রেলের অফিসার এবং কর্মীদেরই দায়ী করেছেন। তিনি বলেন, “যাঁরা এ দিন ডিউটিতে ছিলেন, তাদের দায়িত্ব নিতে হবে।”

অন্যান্য দিনের মতোই এ দিনও একই ঘটনা ঘটে। একই সঙ্গে তিনটি ট্রেনের ঘোষণা এবং তার সঙ্গে দুটি লোকাল ট্রেনের ভিড়ের কারণে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। ভয়ে, আতঙ্কে ফুটব্রিজে পদপিষ্ট হন বহু যাত্রী। প্রাণ ভয়ে এদিক ওদিকে ছোটাছুটি করেন মহিলা থেকে শিশু।

আরও পড়ুন: স্টেশন থেকে বেঁচে ফিরেছি তো? এখনও বিশ্বাস হচ্ছে না!

রেল সূত্রে খবর, সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, সাঁতরাগাছি-দিঘা প্যাসেঞ্জার এবং দু’টি লোকাল ট্রেন সাঁতরাগাছিতে এসে পৌঁছয়। ফলে স্টেশনে বহু মানুষ ফুট ওভারব্রিজে উঠে পড়েন। ছিলেন অফিস ফেরত যাত্রীদের একটা বড় অংশও। অনেক আবার পুজোয় কলকাতায় এসেছিলেন। কেউ কেউ ছুটিতে বেড়াতেও যাচ্ছিলেন। প্রবল ভিড় হয় ওই ফুট ওভার ব্রিজে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, “ব্রিটিশ আমলের স্টেশন। নতুন ভাবে তৈরি করা হচ্ছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE