Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বন্ধ রাখলে ভুগতে হবে, স্কুলগুলিকে হুঁশিয়ারি পার্থের

বিজেপির ডাকা আজ, বুধবারের বন্‌ধে স্কুলগুলি যাতে খোলা থাকে, সে জন্য কার্যত হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৬
Share: Save:

বিজেপির ডাকা আজ, বুধবারের বন্‌ধে স্কুলগুলি যাতে খোলা থাকে, সে জন্য কার্যত হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মূলত সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিকে লক্ষ্য করে তাঁর সতর্কবার্তা, ‘‘আইসিএসই এবং সিবিএসই আলাদা বোর্ড হতে পারে। কিন্তু এই রাজ্যে স্কুল চালাতে গেলে রাজ্য সরকারের অনুমোদন (এনওসি) নিতে হয়। শিক্ষা যুগ্ম তালিকার বিষয়। এরা একেবারে নিজেদের মতো করে চালাতে চাইছে।’’ এর পরেই তিনি জানিয়ে দেন, ‘‘যদি বন্‌ধে স্কুল বন্ধ রাখা হয় তাহলে ভবিষ্যতে কোনও ঘটনা ঘটলে সরকার তার দায়িত্ব নেবে না।’’ এবং তাঁর সতর্কবার্তা সত্ত্বেও স্কুল বন্ধ রাখলে সংশ্লিষ্ট স্কুলগুলির পঠনপাঠনের ধরনে সরকার নজর রাখবে বলে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘বিষয়টি আমরা খুব সিরিয়াসলি নেব। এদের পড়ানোর কী ধরন আছে। পড়ানোর মাধ্যমে সুড়সুড়ি দেওয়া হচ্ছে কিনা তা আমরা দেখব।’’

স্কুলে আসা-যাওয়ার পথে পড়ুয়াদের নিরাপত্তার প্রশ্নে পার্থবাবু বলেন, ‘‘রাজ্য সরকার পাশে রয়েছে। স্কুল চাইলে বাচ্চাদের সম্পূর্ণ নিরাপত্তা দেবে সরকার। যদি স্কুলগুলির বাস সার্ভিসে নিরাপত্তা লাগে তাও রাজ্য সরকার দেবে।’’

আরও পড়ুন: তপ্ত আবহে আজ বিজেপির বন্‌ধ, প্রস্তুত শাসকও​

খোদ শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে বিরোধীরা সরাসরি ‘ভয় দেখিয়ে’ বন্‌ধ ভাঙার রাজনীতি বলে অভিযোগ করেছেন। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের বক্তব্য, ‘‘শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছে, রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে। কারা বন্‌ধ করবে, কার সমর্থন করবে, কারা বিরোধিতা করবে— সব ওঁরাই ঠিক করে দেবেন! শিক্ষামন্ত্রী হুমকি দেওয়ার আগে মুচলেকা দিন, বন্‌ধে বেরিয়ে কারও কোনও ক্ষতি হলে সরকার তাঁর সম্পূর্ণ দায়িত্ব নেবে।’’ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, ‘‘একদিন স্কুল বন্ধ থাকলে ছোট ছোট পড়ুয়াদের বিরাট কোনও ক্ষতি হয় না। হুমকি দিয়ে শিক্ষামন্ত্রী মূর্খামির পরিচয় দিচ্ছেন। এ সব বলে তাঁরা এমন উত্তেজনা তৈরি করছেন, যাতে বন্‌ধই আরও বেশি গুরুত্ব পাচ্ছে। বেসরকারি স্কুলের উপর কোনও রকম হস্তক্ষেপ হলে আমরা তা মেনে নেব না।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘শিক্ষামন্ত্রী হুমকি দিচ্ছেন এবং ব্ল্যাকমেল করছেন। রোহিত ভেমুলার মৃত্যুর দায় যাদের উপর, সেই বিজেপির ইসলামপুর নিয়ে বন্‌ধ ডাকার নৈতিক অধিকার নেই। কিন্তু সেই রাজনৈতিক মোকাবিলায় না গিয়ে রাজ্য সরকার স্কুল এবং বাকিদের চোখ রাঙাচ্ছে।’’

বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে শিক্ষামন্ত্রীর পাল্টা দাবি, ‘‘এই রাজ্যের স্কুল রাজ্য সরকারের নির্দেশ না মানলে আমি এটা বলবই। কেউ বন্‌ধ করতে ভয় দেখিয়েছে। আমি শিক্ষামন্ত্রী হিসেবে সেই ভয় ভাঙিয়েছি। বলে দিয়েছি, কেন্দ্রের ভয়ে স্কুলগুলি যেন বন্ধ করা না হয়।’’

বিভিন্ন স্কুলে আজ পরীক্ষা রয়েছে। কয়েকটি স্কুল পরীক্ষাসূচির রদবদল করেছে বলেও ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন পূর্ব ঘোষণা মতো সমস্ত পরীক্ষাই বুধবার হবে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের আসার অসুবিধা হতে পারে ভেবে তাঁদের দূরশিক্ষার পরীক্ষা এবং স্নাতক স্তরের কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত থাকবে। কিন্তু শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পরেই তড়িঘড়ি বর্ধমানের উপাচার্য নিমাই সাহাও জানিয়ে দেন, বুধবার পূর্ব নির্ধারিত সূচিতেই পরীক্ষা হবে।

স্কুলগুলিকে হুমকি দেওয়ার ক্ষেত্রে পার্থবাবু স্পষ্ট করে দেন, শুধুমাত্র সরকার পোষিত স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় নয়। এ বার তাঁরা সব স্কুলের ওপর নজর রাখবেন। এ দিন স্কুলশিক্ষা কমিশনারের তরফ থেকেও স্কুল খোলা রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্তের আগে শিক্ষা দফতরের সঙ্গে কথা বলতে পারত। এর থেকে বড় বন্‌ধে তাঁরা স্কুল খোলা রেখেছেন। জি ডি বিড়লা স্কুলেও তো কত রকমের ঘটনা ঘটেছে। সরকার তো হস্তক্ষেপ করেনি।’’

প্রসঙ্গত, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির কর্তৃপক্ষ জানিয়েছেন বুধবার স্কুল বন্ধ থাকছে। পাশাপাশি অশোক হল গ্রুপের মহাদেবী বিড়লা শিশু বিহার, জি ডি বিড়লা সেন্টর ফর এডুকেশন, অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডি পি এস রুবি পার্ক কর্তৃপক্ষ জানান, জুনিয়র বিভাগ বন্ধ রেখে সিনিয়র সেকশনের পরীক্ষা ওই দিনের জন্য স্থগিত রেখে পিছিয়ে দেওয়া হয়েছে। এ সব নিয়েও প্রবল ক্ষোভ ব্যক্ত করেছিলেন শিক্ষামন্ত্রী। পরে রাতে তিনি জানান, সব স্কুলই খোলা থাকবে। যেখানে পরীক্ষা আছে, তা পূর্ব সূচি মেনেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE