Advertisement
২৪ এপ্রিল ২০২৪
SFI

ইআইএ-র বিরুদ্ধে

এসএফআইয়ের বক্তব্য, স্বীকৃত আন্তজার্তিক পরিবেশ সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬৮ নম্বরে। ইআইএ বাস্তবায়িত হলে এই অবস্থা পরিবর্তনের কোনও দিশা নেই।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ০২:২৪
Share: Save:

নতুন জাতীয় শিক্ষানীতির পাশাপাশি খসড়া এনভায়রন্টমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) বাতিলের দাবিতেও সরব হল এসএফআই। টুইটারে সোমবার দিনভর ইআইএ বাতিলের দাবিতে প্রচার চালালেন সংগঠনের সব স্তরের নেতারা। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর কাছে আজ, মঙ্গলবার ওই দাবি জানিয়ে গণ-চিঠি পাঠানো হবে সংগঠনের তরফে। এসএফআইয়ের বক্তব্য, স্বীকৃত আন্তজার্তিক পরিবেশ সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬৮ নম্বরে। ইআইএ বাস্তবায়িত হলে এই অবস্থা পরিবর্তনের কোনও দিশা নেই। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও অভিযোগ, দেশের খনিজ সম্পদকে ‘লুঠ’ করে দেশি ও বিদেশি পুঁজির মুনাফা বাড়াতে সহায়তা করার জন্য আইন সংশোধন করতে চাওয়া আর প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারতে’র ডাক দেওয়া পরস্পর-বিরোধী এবং দ্বিচারিতার লক্ষণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SFI EIA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE