Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এসএফআই

সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু লিঙ্গবৈষম্যহীন সামাজিক পরিমণ্ডল গড়ে তুলতে আরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে মত উঠে এল এসএফআইয়ের কনভেনশনে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৮
Share: Save:

সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু লিঙ্গবৈষম্যহীন সামাজিক পরিমণ্ডল গড়ে তুলতে আরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে মত উঠে এল এসএফআইয়ের কনভেনশনে। সিপিএমের ছাত্র সংগঠনের রাজ্য নেতৃত্ব ছাড়াও চিকিৎসক ফুয়াদ হালিম, গবেষক গৌরব ঘোষ শুক্রবার ওই কনভেনশনে উপস্থিত ছিলেন। ক্যুয়ার আন্দোলনের ইতিহাস ও তার সঙ্গে বামপন্থার সংযোগ-সম্পর্ক ব্যাখ্যা করেন গৌরব। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ক্যাম্পাসে লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য অপ্রতিম রায়ের বক্তব্য, মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা যৌন প্রবণতার ভিত্তিতেও ভেদাভেদ তৈরির চেষ্টা করছে আরএসএস এবং বিজেপি। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

LGBT rights LGBT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE