Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আকাদেমিতে ফিরছেন শাঁওলি মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি ইস্তফা দিয়েছিলেন গত ডিসেম্বরে। তার পরেও তাঁর থাকা, না-থাকা নিয়ে টানাপড়েন চলছিল। এ বছর এপ্রিলে তিনি সরাসরি বলেন, ‘‘বাংলা আকাদেমি-র সভাপতি পদে ফেরার আর কোনও সম্ভাবনা নেই আমার। সব সংস্রব আমি ছিন্ন করছি। এই বয়সে অসম্মান সহ্য হয় না। কাজ করা না-গেলে পদ আঁকড়ে থাকব না।’’ তবে এ দিন তিনি অফিসেও যান। ফোনে তিনি বলেন, ‘‘বিবেক কুমার তথ্য সংস্কৃতি সচিব চিঠি দিয়ে আশ্বাস দিয়েছেন, আমার চাহিদা মতো কাজের সুবিধার জন্য যা যা করার করবেন।’’

শাঁওলি মিত্র

শাঁওলি মিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৫:১৩
Share: Save:

বাংলা আকাদেমি-র সভাপতি পদে ফিরছেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি ইস্তফা দিয়েছিলেন গত ডিসেম্বরে। তার পরেও তাঁর থাকা, না-থাকা নিয়ে টানাপড়েন চলছিল। এ বছর এপ্রিলে তিনি সরাসরি বলেন, ‘‘বাংলা আকাদেমি-র সভাপতি পদে ফেরার আর কোনও সম্ভাবনা নেই আমার। সব সংস্রব আমি ছিন্ন করছি। এই বয়সে অসম্মান সহ্য হয় না। কাজ করা না-গেলে পদ আঁকড়ে থাকব না।’’ তবে এ দিন তিনি অফিসেও যান। ফোনে তিনি বলেন, ‘‘বিবেক কুমার তথ্য সংস্কৃতি সচিব চিঠি দিয়ে আশ্বাস দিয়েছেন, আমার চাহিদা মতো কাজের সুবিধার জন্য যা যা করার করবেন।’’

প্রসঙ্গত, গত বছর মে মাস থেকে আকাদমি-র পরিকাঠামো উন্নয়নের কিছু দাবি জানিয়ে বারবার চিঠি লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চিঠি দিয়েছেন। তিনি ইস্তফা দেওয়ার পরে এ বছর জানুয়ারিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছেন শাঁওলি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আকাদেমির বিষয়টি তিনি দেখছেন বলে পার্থবাবু নিজেও তখন সাংবাদিকদের জানান। কিন্তু আর কিছু হয়নি। শাঁওলি জানিয়েছেন, মাসখানেক আগে এক বার পার্থবাবুকেও চিঠি দিয়ে তিনি বিষয়টি জানতে চেয়েছিলেন। এর পরে তথ্য-সংস্কৃতি সচিব বিবেক কুমার তাঁর সঙ্গে যোগাযোগ করে সভাপতির পদে ফিরে আসার কথা বলেন। শাঁওলির কথায়, ‘‘আমি বলি, আমায় তা হলে লিখিত ভাবে বিষয়টি জানান। তা ওঁরা করেননি।’’ তাই তিনি সংস্রব ত্যাগের সিদ্ধান্ত নেন। সম্প্রতি বিবেক কুমার তাঁকে লিখিত ভাবে ভরসা দিয়েছেন। তার পরেই কাজে যোগ দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shaoli Mitra Bengal Academy Chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE