Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দাড়িভিটে শো-কজ শিক্ষক, শিক্ষিকাদের

দাড়িভিট কাণ্ড নিয়ে ২৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে বন্‌ধ ডেকেছিল বিজেপি। সে দিন শিক্ষক শিক্ষিকারা কেন স্কুল গেলেন না, তা জানতে চেয়ে দাড়িভিট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কারণ দর্শানোর নোটিস দিলেন উত্তর দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শক।

ইসলামপুরের দাড়িভিট স্কুল।—নিজস্ব চিত্র।

ইসলামপুরের দাড়িভিট স্কুল।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৪:৪২
Share: Save:

দাড়িভিট কাণ্ড নিয়ে ২৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে বন্‌ধ ডেকেছিল বিজেপি। সে দিন শিক্ষক শিক্ষিকারা কেন স্কুল গেলেন না, তা জানতে চেয়ে দাড়িভিট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কারণ দর্শানোর নোটিস দিলেন উত্তর দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শক। ২১ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটির আগে পর্যন্ত কেন স্কুল বন্ধ রাখা হয়েছে, তা নিয়েও আলাদা করে শো-কজ করেছেন তিনি।

শনিবার স্কুলের শিক্ষক -শিক্ষিকারা ওই শো-কজ চিঠি পান। রবিবার ইসলামপুরের কোর্ট চত্বরে যান তাঁরা। সেখানেই চিঠির উত্তরে জন্য এক আইনজীবীর পরামর্শ নেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

শিক্ষক-শিক্ষিকাদের দাবি, ধর্মঘটের দিন স্কুলে গিয়ে তাঁরা বন্‌ধ সমর্থকদের বাধার মুখে পড়েন। ভয়ে তাঁরা চলে আসেন। গোটা ঘটনা স্কুল শিক্ষা দফতরে গিয়ে জানিয়ে এসেছিলেন। তাঁদের দাবি, দাড়িভিট কাণ্ডে তাঁদের কী কী বাধার মুখে পড়তে হয়েছে, সব তাঁরা প্রশাসনকে জানান। তাঁরা জানান, দাড়িভিটের ঘটনার পরে ৩০ সেপ্টেম্বর ইসলামপুরের বিডিও অফিসে প্রথম বৈঠক করে প্রশাসন। ছিলেন জেলার স্কুল পরিদর্শক, মহকুমা শাসক প্রশাসনের কর্তা-সহ জন প্রতিনিধিরা। ১ অক্টোবর ডিআই-এর উপস্থিতিতেই স্কুল খোলার বিষয়ে বৈঠক করার কথা ছিল দাড়িভিটে। কিন্তু সিবিআই তদন্তের দাবিতে স্কুল-গেটের কাছে বসেছিলেন নিহত দুই যুবকের মায়েরা। সূত্রের খবর, শিক্ষক শিক্ষিকারা মাঠ পর্যন্ত গেলেও ছিলেন না ডিআই নিজেই। শিক্ষক -শিক্ষিকাদের দাবি, নির্দেশ মেনেই স্কুলে গিয়েছিলেন তাঁরা, মাঠে ঢোকার মুখেই বাধা পান। পর দিনও স্কুলের রাস্তাতে ক্ষোভের মুখে পড়েন। বিষয়টি নিয়ে বহু বার প্রশাসনিক কর্তাদের কাছে যান তাঁরা। ডিআই সুজিতকুমার মাইতির বক্তব্য, ‘‘শিক্ষকেরা উত্তর দিলে যা বলার বলা সম্ভব হবে।’’ আজ, সোমবার শো-কজের চিঠির উত্তর দিতে পারেন শিক্ষক-শিক্ষিকারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE