Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুরনোদের সম্মান দিন: অভিষেক

রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন দলের নেতা-কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। ক্রমশ দলের অন্দরে ‘নতুন’ আর ‘পুরনো’দের দূরত্ব বাড়তে শুরু করে। পুরনো নেতা-কর্মীদের অনেকের ক্ষোভ, অন্য দল থেকে সদ্য তৃণমূলে এসেই পদ পেয়েছেন অনেকে।

নেতা: জনসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরে। ছবি: সুজিত মাহাতো

নেতা: জনসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরে। ছবি: সুজিত মাহাতো

শুভ্রপ্রকাশ মণ্ডল
রঘুনাথপুর শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০৩:৪৭
Share: Save:

দল গড়ে ওঠার সময়ে সবচেয়ে বেশি ঝড়ঝাপটা যাঁদের উপর দিয়ে গিয়েছে, সেই পুরনো কর্মীদের তৃণমূলের অন্দরে প্রাপ্য সম্মান দেওয়ার কথাটা ফের মনে করিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়ার রঘুনাথপুরের এ-টিম ময়দানে সোমবার ছিল শাসক দলের ২১ জুলাইয়ের প্রস্তুতি-সভা। সেখানে প্রায় পঁয়ত্রিশ হাজারের ভিড়ের সামনে দলের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই যুব তৃণমূল সভাপতি (দলের পুরুলিয়া জেলা পর্যবেক্ষকও) অভিষেককে বলতে শোনা যায়, ‘‘মণ্ডা-মিঠাই খাওয়ার জন্য নয়, বুকের রক্ত দিয়ে দলটা করুন। যে কর্মীরা জীবন দিয়ে দলটা করে গিয়েছেন, তাঁরাই দলের প্রকৃত সম্পদ।’’ ২১ জুলাইয়ের পরে, পুরুলিয়ার প্রতিটি বুথ এবং অঞ্চল স্তরে সম্মেলন করে অন্তত কুড়ি জন পুরনো কর্মীকে সম্মানিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন দলের নেতা-কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। ক্রমশ দলের অন্দরে ‘নতুন’ আর ‘পুরনো’দের দূরত্ব বাড়তে শুরু করে। পুরনো নেতা-কর্মীদের অনেকের ক্ষোভ, অন্য দল থেকে সদ্য তৃণমূলে এসেই পদ পেয়েছেন অনেকে। তাঁরাই এখন ‘পুরনো’দের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছেন। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন পুরুলিয়ার পাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন ব্লক সভাপতি দীপক আচার্য। তিনি আঙুল তুলেছিলেন কংগ্রেস থেকে
তৃণমূলে এসে দলের জেলা সভাপতি ও মন্ত্রী হওয়া শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে।

শান্তিরামবাবু অভিযোগ না মানলেও, তৃণমূল অন্দরের খবর, তাদের অনেক নেতাই মনে করেন দলে ‘নতুন’ বনাম ‘পুরনো’দের মন কষাকষির সুযোগ নিচ্ছে বিজেপি। তুলনায় স্বচ্ছ ভাবমূর্তির অনেক ‘পুরনো’ নেতা-কর্মী বসে যাচ্ছেন। তাই পঞ্চায়েত ভোটের আগে তাঁদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া যে জরুরি, তা রাজ্য নেতৃত্বের অজানা নয়। সেই সূত্রেই ‘নতুন’ নেতাদের একাংশের চাপে দলীয় রাজনীতিতে কার্যত ব্রাত্য হয়ে পড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের ‘পুরনো’ তৃণমূল নেতা মৃদুল গোস্বামীর গুরুত্ব মাসখানেক আগে বেড়েছে। তাঁকে রাজ্যের উদ্বাস্তু ও পুর্নবাসন দফতরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘরে বসে থাকা ‘পুরনো’ কর্মীদের ফের সক্রিয় করতে আলিপুরদুয়ারে যুব কর্মীদের নির্দেশ দিয়েছিলেন অভিষেকও। পুরুলিয়াতেও সেই সুর বজায় রইল।

যুব তৃণমূল সভাপতির এই বার্তায় কাজ হবে বলেই বিশ্বাস জেলা তৃণমূলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তথা অন্যতম ‘পুরনো’ নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগে দলের ভিতরে প্রবীণ বনাম নবীনদের ফারাক ঘোচানোয় ভীষণ কাজে আসবে এই দাওয়াই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE