Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ইউনিয়নের পদ ছাড়ছেন শোভনদেব

দলনেত্রী গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়কে প্রশ্ন করেন, মন্ত্রী হয়েও কেন  আইএনটিটিউসি-র সঙ্গে যুক্ত রয়েছেন?

শোভনদেব চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

শোভনদেব চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০৩:০২
Share: Save:

মন্ত্রীদের ট্রেড ইউনিয়নের পদে না-থাকা ও দলে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে চলার বার্তা কয়েক বছর আগেই দেওয়া হয়েছিল তৃণমূলের অন্দরে। দলনেত্রী গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়কে প্রশ্ন করেন, মন্ত্রী হয়েও কেন আইএনটিটিউসি-র সঙ্গে যুক্ত রয়েছেন? এক জন দশটা পদ আঁকড়ে থাকলে বাকিরা কী করবেন? রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেববাবু রবিবার জানালেন, ধীরে ধীরে সব ইউনিয়নের পদ থেকেই তিনি সরে যাচ্ছেন।

শোভনদেববাবু এ দিন বলেন, ‘‘সারা বাংলার অসংখ্য ইউনিয়ন ছেড়ে দিয়েছি। চা-বাগানের ইউনিয়ন ছেড়েছি। ২৩০টা চা-বাগানে আমার ইউনিয়ন আছে। কলকাতা পুরসভা ছেড়ে দিয়েছি, যেখানে আমার রক্ত জড়িয়ে আছে। বিদ্যুৎ দফতরের ইউনিয়নও ছেড়ে দিয়েছি। কিন্তু যাঁদের সঙ্গে ৪০-৫০ বছর ধরে যোগাযোগ তাঁদের ছাড়াটাও তো সহজ নয়! আস্তে আস্তে হবে।’’ তবে একই সঙ্গে শোভনদেববাবু জানিয়েছেন, দায়িত্ব ছাড়লেও তিনি ট্রে়ড ইউনিয়ন ছাড়ছেন না। কোনও ইউনিয়ন তাঁকে বক্তৃতা করতে ডাকলে, তিনি যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE