Advertisement
১৬ এপ্রিল ২০২৪

জলাভূমির উপরে উড়ালপুল নির্মাণ নিয়ে সতর্ক রাজ্য

শোভন চট্টোপাধ্যায় পরিবেশমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই এই উড়ালপুল নির্মাণের জন্য সওয়াল করেছিলেন। কিন্তু পরিবেশকর্মীদের আপত্তি ছিল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৪
Share: Save:

পূর্ব কলকাতার জলাভূমির উপর দিয়ে উড়ালপুল নির্মাণ করা নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না রাজ্য। বুধবার রাজ্য জীববৈচিত্র অনুষ্ঠানের ফাঁকে এই ইঙ্গিত দেন রাজ্যের পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘জলাভূমি সংক্রান্ত নতুন কমিটি সদ্য তৈরি হয়েছে। আগামী দিনে সেই কমিটির কাছে যদি এই সংক্রান্ত প্রস্তাব আসে তা হলে তা বিচার করে দেখা হবে।’’ তাঁর সংযোজন, ‘‘পরিবেশ ও জলাভূমি রক্ষা আমাদের কাছে অগ্রাধিকার পাবে।’’

বস্তুত, শোভন চট্টোপাধ্যায় পরিবেশমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই এই উড়ালপুল নির্মাণের জন্য সওয়াল করেছিলেন। কিন্তু পরিবেশকর্মীদের আপত্তি ছিল। জলাভূমির উপরে নির্মাণে আদালতেরও নিষেধাজ্ঞা রয়েছে। পরিবেশকর্মীদের অবশ্য অভিযোগ, পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ হচ্ছে। মন্ত্রী জানান, তাঁর দফতর সম্প্রতি কয়েকটি নির্মাণ ভেঙেছে।

এ দিন বলা হয়েছে, এ বার থেকে ১০০ দিনের প্রকল্পে দেশি মাছ চাষ এবং দেশি গাছ লাগাতে উৎসাহ দেবে রাজ্য। বুধবার সায়েন্স সিটিতে রাজ্য জীববৈচিত্র পর্ষদের অনুষ্ঠানে এ কথা স্থির হয়েছে। পর্ষদের চেয়ারম্যান অশোককান্তি সান্যাল জানান, পঞ্চায়েত দফতরের সহযোগিতায় এ কাজ হবে। জীববৈচিত্র সংক্রান্ত একটি ছবির অ্যালবাম উদ্বোধন করেন মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Kolkata Water Land Fly Over Transport Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE