Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘নিশ্চিন্ত’ কমিশনার, দফতরে পুলিশি প্রহরা

নানা টানাপড়েন শেষে শুক্রবার কার্যত শেষ হল চলতি বছরের পঞ্চায়েত ভোট। তাতে অনেকটাই ‘নিশ্চিন্ত’ রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০৪:২৭
Share: Save:

নানা টানাপড়েন শেষে শুক্রবার কার্যত শেষ হল চলতি বছরের পঞ্চায়েত ভোট। তাতে অনেকটাই ‘নিশ্চিন্ত’ রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা।

কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোট নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ শুক্রবার সহকর্মীদের কাছে ই-মনোনয়ন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে ‘স্বাগত’ জানিয়েছেন। তবে প্রকাশ্যে তিনি কিছু বলেননি। ফোন ধরেননি। এমনকি, টেক্সট মেসেজর জবাবও দেননি। উল্টে সংবাদমাধ্যমের গতিবিধির উপর রাশ টানতে কমিশনের দফতরে বসেছিল পুলিশ পাহারা।

অন্য দিনের মতোই এ দিন দুপুর ১২টা নাগাদ কমিশনে আসেন অমরেন্দ্র। কিছুক্ষণের মধ্যে নিজের ঘরে ডেকে নেন অন্য দুই কর্তাকে। তার পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে থাকা পঞ্চায়েত মামলার ২৪ পাতার রায়টি পড়েন। সংবাদমাধ্যমে কমিশন সম্পর্কিত কিছু বলা হচ্ছে কি না, সে দিকেও তাঁর দৃষ্টি ছিল।

কেন এ দিন মুখ খুললেন না কমিশনার। সূত্রের দাবি, অমরেন্দ্র নিজেই এ দিন তাঁর সহকর্মীদের বলেছেন, আদালতের রায় নিয়ে সাংবিধানিক সংস্থার কিছুই বলার থাকে না। তাঁর চাকরি জীবনের সহকর্মীদের মতে, বরাবরই আদালতের বিষয়ে ‘সতর্ক’ থাকেন অমরেন্দ্র। তাই পঞ্চায়েত ভোট নিয়ে যে সব মামলা হয়েছে, তাতে কমিশনকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে ‘অতি সতর্ক’ ছিলেন তিনি।

কমিশন সূত্র বলছে, এ দিনের রায়ের পর পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনারের আর কিছু করণীয় নেই। গত ২৬ এপ্রিল স্ক্রুটিনির পরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা কমিশনের শংসাপত্র পেয়ে গিয়েছেন। কমিশনের ভূমিকা সেখানেই শেষ। আদালতের নির্দেশে তাঁদের নাম দিয়ে বিজ্ঞপ্তি জারি স্থগিত ছিল। সেই কাজ কবে হবে, তা ঠিক করবে পঞ্চায়েত দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police State Election Commission Panchayat Vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE