Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনে নারাজ রাজ্য

ছাত্রছাত্রীদের মনে দেশাত্মবোধ জাগাতে মাঠে নামল ইউজিসি। বৃহস্পতিবার সব বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে পাঠানো ইউজিসি-র সেক্রেটারি রজনীশ জৈনের চিঠিতে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক দিবস হিসেবে পালন করতে হবে সব বিশ্ববিদ্যালয়ে।

ইউজিসি-র এ নির্দেশ মানা হবে না বলে বৃহস্পতিবার রাতেই জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

ইউজিসি-র এ নির্দেশ মানা হবে না বলে বৃহস্পতিবার রাতেই জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪২
Share: Save:

ছাত্রছাত্রীদের মনে দেশাত্মবোধ জাগাতে মাঠে নামল ইউজিসি। বৃহস্পতিবার সব বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে পাঠানো ইউজিসি-র সেক্রেটারি রজনীশ জৈনের চিঠিতে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক দিবস হিসেবে পালন করতে হবে সব বিশ্ববিদ্যালয়ে। দু’বছর আগে ওই দিনে কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।

কী ভাবে ওই দিনটি পালন করতে হবে, তার নির্দেশিকাও দেওয়া হয়েছে ওই চিঠিতে। তাতে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতি সমর্থনের অঙ্গীকার করে চিঠি লিখবে এবং কার্ড তৈরি করবে ছাত্রেরা। সেই সব চিঠি এবং কার্ড প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ দফতর এবং প্রেস ইনফরমেশন ব্যুরো প্রচারের কাজে ব্যবহার করবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে, যেখানে প্রাক্তন সেনাকর্মীরা সীমান্ত সুরক্ষায় সেনাবাহিনীর অবদান এবং আত্মবলিদান সম্পর্কে বলবেন।

এ রাজ্যে ইউজিসি-র এ নির্দেশ মানা হবে না বলে বৃহস্পতিবার রাতেই জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘‘ইউজিসি-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। তার গৈরিকীকরণের চেষ্টা করছে। সেনাবাহিনীর প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। কিন্তু বিজেপি তাদের সঙ্গেও রাজনীতি জুড়ে দিয়ে তাদের কালিমালিপ্ত করতে চাইছে।’’

কেন সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করা হবে, সেই প্রশ্ন তুলে পার্থবাবু বলেন, ‘‘ইউজিসি-র এই রকম কোনও নির্দেশ আমরা সমর্থন করি না। এই নির্দেশ মানব না।’’ প্রসঙ্গত, এরা আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে যোগ দিবস পালন করা নিয়েও ইউজিসি-র নির্দেশ মানেনি রাজ্য সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE