Advertisement
২০ এপ্রিল ২০২৪

শিক্ষাকর্মীদের পে কমিশনে জোর, তোড়জোড় শুরু নবান্নে

অভিরূপ সরকার নেতৃত্বাধীন ষষ্ঠ বেতন কমিশন যে হারে বেতন বাড়িয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদেরও সমহারে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৬
Share: Save:

কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের জন্য পৃথক বেতন কমিশন গঠনের তোড়জোড় শুরু হল নবান্নে। কোনও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে মাথায় রেখে এই কমিশন গঠিত হবে।

অভিরূপ সরকার নেতৃত্বাধীন ষষ্ঠ বেতন কমিশন যে হারে বেতন বাড়িয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদেরও সমহারে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ২০০৬-এ পঞ্চম বেতন কমিশন গঠনের সময়ও শিক্ষাকর্মীদের জন্য পৃথক বেতন কমিশন গড়া হয়। ২০০৯-এ কমিশনের রিপোর্ট জমা পড়ে। নবান্নের খবর, পুজোর পরে শিক্ষাকর্মীদের বেতন কমিশন গঠিত হলে বছরখানেকের মধ্যেই রিপোর্ট বেরোবে। ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ ইউনিয়ন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে তাঁদের বেতন না-বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছে। অবিলম্বে বর্ধিত বেতনের দাবি জানিয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabanna Pay Commission Non-Teaching Staff
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE