Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাঁকুড়ার ঘোড়ায় ‘পেনড্রাইভ’, ফ্রিজ ম্যাগনেটে ছৌ-মুখোশ

পাঁচমুড়া এবং বিষ্ণুপুরের মতো বেশ কিছু জায়গায় পোড়া মাটির ঘোড়া তৈরি হয়। এই শিল্পকে বিশ্বের পর্যটন দুনিয়ায় তুলে ধরতে চাইছে রাজ্য পর্যটন দফতর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজীব চট্টোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০২:৩৮
Share: Save:

বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটির ঘোড়ার পেটে ঠাসা রাজ্যের পর্যটন তথ্য-ভাণ্ডার!

পাঁচমুড়া এবং বিষ্ণুপুরের মতো বেশ কিছু জায়গায় পোড়া মাটির ঘোড়া তৈরি হয়। এই শিল্পকে বিশ্বের পর্যটন দুনিয়ায় তুলে ধরতে চাইছে রাজ্য পর্যটন দফতর। দফতরের উদ্যোগে পোড়া মাটির ঘোড়ার আদলে তৈরি হয়েছে ক্ষুদ্র একটি মডেল। যা আদতে একটি ‘পেনড্রাইভ’, যার মধ্যে ভরা হয়েছে রাজ্যের পর্যটন মানচিত্র। সেখানে যেমন ঠাঁই পেয়েছে কলকাতা শহরের দুর্গাপুজোর ইতিহাস, তেমনই রয়েছে উপকূল এলাকায় পর্যটন পরিকাঠামো সম্পর্কিত তথ্য।

পর্যটন দফতরের এক কর্তার কথায়, ‘‘পোড়ামাটির ঘোড়ার আদলে ‘শো-পিস’ বানিয়ে সেটি বিতরণ করলে কাজের কাজ কিছু হত না। কারণ, শো-পিস সাজিয়ে রাখা হয়। তাই আমরা ‘ইউটিলিটি প্রোডাক্ট’ বা কাজের জিনিস তৈরি করেছি।’’ তাঁর সংযোজন, ‘‘পর্যটন সম্পর্কিত তথ্যের প্রয়োজন হলেই ওই পেনড্রাইভ ব্যবহার করবেন পর্যটকেরা। এক হাত থেকে অন্য হাতে ঘুরবে। এতে পোড়ামাটির ঘোড়া সম্পর্কে আগ্রহ বাড়বে। আবার পর্যটনস্থল হিসাবে বিষ্ণুপুরের গুরুত্বও বাড়বে।’’

রেড রোডে ‘পুজো কার্নিভাল’-এ আগত বিদেশি পর্যটকদের হাতে স্মারক হিসাবে তুলে দেওয়া হয়েছে ওই ‘পেনড্রাইভ’। দেশ-বিদেশে পর্যটন দফতর আয়োজিত বিভিন্ন মেলায় বিনামূল্যে সেগুলি দেওয়া হবে পর্যটকদের। ‘‘এতে পোড়া মাটির ঘোড়ার বাজার এবং বাঁকুড়ার পর্যটন সম্ভবনা—দুই-ই বাড়বে,’’ দাবি ওই আধিকারিকের। তাঁর সংযোজন, ‘‘রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পর্যটন দফতরের ৩২টি ট্যুরিস্ট রিসর্ট এবং অনেক বেসরকারি রিসর্টে আসা পর্যটকদের মধ্যেও বিতরণ করা হবে ওই পেনড্রাইভ।’’

পুরুলিয়ার ছৌ-নাচের মুখোশের আদলে এমনই একটি ‘ইউটিলিটি প্রোডাক্ট’ তৈরির ভাবনা রয়েছে পর্যটন দফতরের। ওই আধিকারিকের কথায়, ‘‘ছৌ-নাচের মুখোশের আদলে একটি ‘ফ্রিজ ম্যাগনেট’ তৈরি করা হবে। সেটিও বিনা মূল্যে বিতরণ করা হবে পর্যটকদের মধ্যে। ছৌ-নাচ সম্পর্কে উৎসাহ বাড়লে পর্যটনস্থল হিসাবে পুরুলিয়ার গুরুত্ব বাড়বে।’’

পর্যটন দফতরের কর্তাদের দাবি, বিনামূল্যে এ ধরনের জিনিস বিতরণ করলে তাদের খুব একটা লোকসান হবে না। যাঁরা এই দ্রব্যগুলি পাবেন, তাঁদের মাধ্যমে অনেককে পোড়া মাটির ঘোড়া বা ছৌ-নাচ সম্পর্কে আগ্রহী করা যাবে, যা পর্যটন শিল্পের প্রসারে অনুঘটকের কাজ করবে বলে অনুমান করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terracotta Horse State Tourism Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE