Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কয়েদিদের জিম্মায় ফোন পেলেই শাস্তি

আটক মোবাইলের আইএমইআই নম্বর লেখারও ব্যবস্থা হচ্ছে। ঠিক কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রদীপ্তকান্তি ঘোষ
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৪:৫০
Share: Save:

বারবার নিরাপত্তা আঁটোসাঁটো করার নির্দেশ সত্ত্বেও লৌহকপাটের আড়ালে বন্দিদের হাতে পৌঁছে যাচ্ছে মোবাইল। কী ভাবে? এর পিছনে এক শ্রেণির কারারক্ষীর যোগসাজশের অভিযোগ দীর্ঘদিনের। কয়েদিদের মোবাইল ব্যবহার ঠেকাতে তাই এ বার শাস্তির পথে হাঁটতে চলেছে কারা দফতর। আটক মোবাইলের আইএমইআই নম্বর লেখারও ব্যবস্থা হচ্ছে। ঠিক কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

সংশোধনাগারে বন্দিদের মোবাইল ব্যবহার বন্ধে বিভিন্ন সময়ে নানান ব্যবস্থা নিয়েছে কারা দফতর। এ বার আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে তারা। আইন দফতরে সংশোধনীর খসড়া পাঠানো হয়েছে। সর্বোচ্চ এক বছর কারাদণ্ডের কথা ভেবেছিল তারা। সেই শাস্তি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে আইন দফতর। তাই শাস্তি নিয়ে ফের ভাবনাচিন্তা চলছে কারা দফতরে। জেলে মোবাইল ব্যবহার করলে কারাদণ্ড না জরিমানা— তা নিয়ে আলোচনা চলেছে কারা ও আইন দফতরের মধ্যে। সেই প্রক্রিয়া শেষ হলে বিধানসভায় সংশোধনী আনবে কারা দফতর। মঙ্গলবার হুগলির গুড়াপে প্রশাসনিক বৈঠকে হুগলি জেলে মোবাইল, ল্যাপটপ ব্যবহার, মাদক সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলে বসে মোবাইলের সাহায্যে খুন, তোলাবাজি, হুমকি— কিছুই বাদ দিচ্ছে না অপরাধীরা। তা ঠেকাতে মোবাইল বাজেয়াপ্ত, পাবলিক বুথের সংখ্যা বাড়ানো, জ্যামার বসানোর মতো বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে কারা দফতর। তাতেও বন্দিদের মোবাইল বন্ধে রাশ টানা যায়নি। কোনও বন্দির কাছ থেকে মোবাইল উদ্ধার হলেই কারারক্ষী-কারাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বন্দিদের সঙ্গে এক শ্রেণির কারারক্ষী-কারকর্মীর যোগসাজশও ভাঙতে চাইছে দফতর। এ বার থেকে মোবাইল বাজেয়াপ্ত হলেই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর লিখতে হবে সংশ্লিষ্ট কারারক্ষীকে। সংশোধনীতে বিষয়টি রাখতে চাইছে কারা দফতর।

মোবাইল সরবরাহ কিংবা অন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারক্ষীদেরও শাস্তির ব্যবস্থা আছে। সে-ক্ষেত্রে বেতন বৃদ্ধি আটকে দেওয়া, সাসপেনশন, বদলির ব্যবস্থা আছে। সম্প্রতি এই ধরনের ঘটনায় শাস্তি হিসেবে উত্তরবঙ্গে বদলি করা হচ্ছে সংশ্লিষ্ট রক্ষীকে। শাস্তির দাওয়াইয়ে জেলে মোবাইল ব্যবহারে রাশ টানা যাবে বলে আশা করছে কারা দফতর। এক আধিকারিকের কথায়, ‘‘শাস্তির ব্যবস্থা হলে মোবাইল ব্যবহারের প্রবণতা অনেকটা কমবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile Jail মোবাইল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE