Advertisement
২০ এপ্রিল ২০২৪
online Classes

সাধারণ ফোনে শিক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার

লকডাউন পর্বে অনলাইন-পাঠ শুরু হলেও প্রত্যন্ত এলাকায় দুর্বল নেট সংযোগের জন্য এবং সব পড়ুয়ার কাছে স্মার্টফোন না-থাকায় এই শিক্ষণ সর্বজনীন হচ্ছে না বলে অভিযোগ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২০ ০৪:০৩
Share: Save:

স্মার্টফোন বা দ্রুত ইন্টারনেটের দরকার নেই। ‘বাংলার শিক্ষা দূরভাষে’ কর্মসূচিতে সারা রাজ্যে সাধারণ ফোনেই পড়ানো শুরু হচ্ছে ৪ অগস্ট, মঙ্গলবার। পড়তে গিয়ে কোথাও আটকে গেলে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করে পড়ুয়ারা সরাসরি পেয়ে যাবে শিক্ষকদের। আপাতত নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা এই পরিষেবা পাবে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এবং বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

লকডাউন পর্বে অনলাইন-পাঠ শুরু হলেও প্রত্যন্ত এলাকায় দুর্বল নেট সংযোগের জন্য এবং সব পড়ুয়ার কাছে স্মার্টফোন না-থাকায় এই শিক্ষণ সর্বজনীন হচ্ছে না বলে অভিযোগ। সেই জন্যই ‘বাংলার শিক্ষা দূরভাষে’ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, বাংলা ছাড়াও হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি এবং ইংরেজি ভাষায় পড়ুয়ারা প্রশ্ন করতে পারবে। টোল ফ্রি নম্বরে ফোন করলে জানতে চাওয়া হবে, পড়ুয়া কোন ভাষায় প্রশ্ন করতে চায়। সেই অনুযায়ী নম্বর টিপলে জানতে চাওয়া হবে, সে কোন বিষয়ে প্রশ্ন করবে। বিষয় জানালে সেই অনুযায়ী একটি নম্বর টিপতে বলা হবে। পড়ুয়া সেই নম্বর টিপলেই শিক্ষককে ফোনে পেয়ে যাবে। পড়ুয়া প্রশ্ন করলে শিক্ষক উত্তর দেবেন।

এ দিকে, অগস্টে মিড-ডে মিল দেওয়ার সময় পড়ুয়াদের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আনতে বলা হচ্ছে অভিভাবকদের। আগের মিড-ডে মিল বিলির সময় দেওয়া প্রশ্নের উত্তর পড়ুয়ারা কী ভাবে দিয়েছে, তা দেখতেই এই বন্দোবস্ত। কিছু জেলায় শিক্ষকদের বলা হয়েছে, মিড-ডে মিল বিতরণের সময় নতুন কিছু প্রশ্ন দিতে হবে। পড়ুয়ারা পরের মিড-ডে মিল বণ্টনের সময় তার উত্তর পাঠাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

online Classes Phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE