Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ওড়িশার পথে পাশ-ফেল চালুর দাবি এসইউসি-র

কেন্দ্রের দিকে দায় না ঠেলে রাজ্যে অবিলম্বে প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল প্রথা ফের চালু করার দাবি তুলল এসইউসি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০২:২৫
Share: Save:

কেন্দ্রের দিকে দায় না ঠেলে রাজ্যে অবিলম্বে প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল প্রথা ফের চালু করার দাবি তুলল এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য, ওড়িশার শিক্ষামন্ত্রী বদ্রীনারায়ণ পাত্র জানিয়েছেন তাঁদের রাজ্যে ২০১৯ সালের শিক্ষাবর্ষ থেকেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা চালু হবে। বাংলায় ২০১৭ সালের ১৭ জুলাই এসইউসি-র ডাকা সাধারণ ধর্মঘটের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পাশ-ফেল ফিরিয়ে আনার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এখন আর কেন্দ্র-রাজ্য দায় ঠেলাঠেলি না করে আগামী শিক্ষাবর্ষ থেকেই বাংলায় পাশ-ফেল চালুর ঘোষণা করা হোক, দাবি করেছেন চণ্ডীদাসবাবু। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছেন, শিক্ষার অধিকার আইন সংশোধনী এখনও রাজ্যসভায় পাশ হয়নি। তাই রাজ্য এগোতে পারছে না। তাঁরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছেন বলে পার্থবাবুর যুক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI Retention Odisha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE