Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Manturam Pakhira

মন্ত্রীর মন্তব্যে ‘অবৈধ’ গাছ

যদিও গাছপালা কী ভাবে ‘অবৈধ’ হয়, তা স্পষ্ট করেননি মন্ত্রী।

মন্টুরাম পাখিরা। ফাইল চিত্র।

মন্টুরাম পাখিরা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০২:০৯
Share: Save:

গদখালি থেকে গোসাবা পর্যন্ত সেতু তৈরির জন্য ‘অবৈধ’ গাছ কাটার ইঙ্গিত দিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। বিধানসভায় সোমবার তিনি জানান, গদখালি থেকে গোসাবা পর্যন্ত সেতু তৈরির জন্য ২৮৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই সেতু যেখানে হবে, তার মধ্যে গোসাবা থানা পড়েছে। তাই বারুইপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তা ভাঙা হয়েছে। অন্যত্র তা গড়ার জন্য দু’কোটি টাকা দেওয়া হবে। এই প্রসঙ্গেই মন্টুরামবাবু বলেন, ‘‘বন দফতরের সঙ্গেও কথা হয়েছে। ওই সেতু যে রাস্তায় হবে, সেই পথে যে অবৈধ (আনঅথারাইজড) গাছপালা রয়েছে, সেগুলোর বিষয় ওরা দেখছে।’’ যদিও গাছপালা কী ভাবে ‘অবৈধ’ হয়, তা স্পষ্ট করেননি মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manturam Pakhira Sundarbans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE