Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গৌতম কেন গরহাজির, শো-কজ সুপারকে

কলকাতার বিচার ভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র  বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতনু রায় শুক্রবার ওই জেল সুপারকে এ নিয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।

শমীক ঘোষ
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ০৩:৪২
Share: Save:

রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে কেন ৬ অক্টোবর আদালতে হাজির করানো হয়নি, প্রেসিডেন্সি জেলের সুপারের কাছে তা জানতে চাইলেন বিচারক।

কলকাতার বিচার ভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতনু রায় শুক্রবার ওই জেল সুপারকে এ নিয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।

ইডি-র আইনজীবী অভিজিৎ ভদ্র জানান, আমানতকারীদের টাকা অবৈধ ভাবে সরানোর অভিযোগে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন রোজ ভ্যালি কর্তা। বিশেষ আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় পুজোর আগে নির্দেশ দিয়েছিলেন, ৬ অক্টোবর গৌতমকে ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করাতে হবে।

ইডি-র আইনজীবী জানান, ওই সময় আদালতে পুজোর ছুটি ছিল। কিন্তু জেল হেফাজতে থাকা বিচারাধীন বন্দিদের ১৪ দিন অন্তর আদালতে হাজির করাতে হয় বলেই বিশেষ আদালতে বিচারক ৬ অক্টোবর অবসরকালীন আদালতে হাজির করাতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ৬ অক্টোবর প্রেসিডেন্সি জেলের সুপার রোজ ভ্যালি কর্তাকে ওই আদালতে হাজির করাননি।

ওই আদালতে ওই দিন ইডি-র তদন্তকারী অফিসার ও আইনজীবী আদালতে হাজির ছিলেন। ভারপ্রাপ্ত বিচারক তাঁদের কাছে জানতে চান, কী কারণে গৌতমকে হাজির করানো হয়নি। আইনজীবী অভিজিৎবাবু ভারপ্রাপ্ত বিচারককে জানান, জেলের সুপারই তা জানাতে পারেন। কারণ, অভিযুক্ত তাঁর হেফাজতেই রয়েছেন। ভারপ্রাপ্ত বিচারক ওই দিন নির্দেশ দেন, এ দিন বিশেষ আদালতে ফের হাজির করাতে হবে গৌতমকে। এ দিন অবশ্য অভিযুক্তকে হাজির করান জেল সুপার। বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতনুবাবু এ দিন নির্দেশ দিয়েছেন, ২৭ অক্টোবরের মধ্যে হাজির না করানোর কারণ জেল সুপারকে জানাতে হবে। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE