Advertisement
১৮ এপ্রিল ২০২৪
কড়া ব্যবস্থা চান পার্থ

শ্যামাপ্রসাদে কালির পোঁচ প্রেসিডেন্সিতে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে খোদিত অন্যতম কৃতী প্রাক্তনী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের উপরে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ সোমবার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন কাজ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।

পরিষ্কার: কালি মোছা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম থেকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। ছবি: সুমন বল্লভ

পরিষ্কার: কালি মোছা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম থেকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। ছবি: সুমন বল্লভ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৪:০৪
Share: Save:

মহাশ্মশান থেকে মূর্তি বা নামফলকে কালি লেপনের প্রবণতা ছড়িয়ে পড়ল রাজ্যের উচ্চশিক্ষা প্রাঙ্গণেও।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে খোদিত অন্যতম কৃতী প্রাক্তনী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের উপরে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ সোমবার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন কাজ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এই বিষয়ে প্রেসিডেন্সি-কর্তৃপক্ষকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্সির ২০০ বছর উপলক্ষে প্রতিষ্ঠানের কৃতী পড়ুয়াদের নাম বিশ্ববিদ্যালয় ভবনের দেওয়ালে খোদাই করা হয় গত বছর। একতলায় আর্টস লাইব্রেরির উল্টো দিকের থামে অন্য কৃতীদের সঙ্গে রয়েছে শ্যামাপ্রসাদের নাম। তার উপরেই স্প্রে করে দেওয়া হয়েছে কালো রং। সোমবার সকালে তা বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং পড়ুয়াদের নজরে আসে। কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পরে ঘটনাস্থলে যান ডিসি (সেন্ট্রাল) শুভঙ্কর সিংহ সরকার।

আরও পড়ুন: সরকারি আর্জিতে উঠল থানা ভাঙচুরের মামলা

উপাচার্য অনুরাধা লোহিয়া এ দিন শহরের বাইরে ছিলেন। তিনি জানান, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, গত দু’দিন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস লিগ চলছিল। বাইরে থেকেও অনেকে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে। তাই সব দিক খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়া হয়েছে। কমিটিতে আছেন ডিন অব স্টুডেন্টস, দুই বর্তমান ডিন-সহ পাঁচ জন।

বিশ্ববিদ্যালয়ের একটি মহলের বক্তব্য, কালি মাখানোর ঘটনা ঘটেছে শুক্রবার। তবে অন্য এক পক্ষ জানাচ্ছে, রবিবার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়াদের একটি ছবির শ্যুটিং হয়েছে প্রেসিডেন্সিতে। সেই সময়েও নামের উপরে কালির বিষয়টি নজরে পড়েনি। রেজিস্ট্রার এ দিন বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমরা আমাদের মতো তদন্ত করছি। পুলিশকে জানানো হয়েছে। তারাও তাদের মতো তদন্ত করবে।’’ কর্তৃপক্ষ এর পরে স্থপতিকে ডাকেন। তিনি আসার পরে কালি মোছা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্টস কনসলিডেশন নেতা অর্কপল দত্ত জানান, তাঁরা নামের উপরে কালি মাখানোর নিন্দা করছেন।
ঘটনার নিন্দা করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসা নেতা ভাস্কর সরকারও। তবে তাঁর বক্তব্য, এই ঘটনা মোদী সরকারের বিরুদ্ধে ছাত্র-যুবদের সামগ্রিক আক্রোশ। প্রেসিডেন্সির এসএফআইয়ের পক্ষে মঞ্জিমা দাশগুপ্ত বলেন, ‘‘আমরা মূর্তি বা নামে কালি লাগানোর বিরোধী। এই ঘটনার নিন্দা করছি। শ্যামাপ্রসাদের যা কীর্তি, তাতে নতুন করে তাঁর নামের উপরে কালি লাগানো অর্থহীন।’’

কিছু দিন আগেই কেওড়াতলা শ্মশানে শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙে কালি লাগানোর ঘটনায় র‌্যাডিক্যাল নামে একটি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করে, তাদের মধ্যে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া। প্রেসিডেন্সির ঘটনায় গ্রেফতারের খবর নেই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘এ-সব ছ্যাঁচড়ামি চলতেই থাকবে। যাদের রাজনৈতিক-সামাজিক কোনও গুরুত্ব নেই, নিজেদের প্রচারের আলোয় আনতে তারাই এ-সব করছে। রাজ্য সরকারের উচিত গুরুত্ব দিয়ে বিষয়টা বিবেচনা করা। নইলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।’’

শিক্ষামন্ত্রী কালি মাখানোর ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘দোষীদের শাস্তি দিতে হবে।’’ এই প্রসঙ্গে দিলীপবাবুর মন্তব্য, ‘‘পার্থবাবু বলেছেন ভাল। কিন্তু কাজে করে দেখালে ভাল হয়। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না-ঘটে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE