Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আজ বদলির ছাড়পত্র শিক্ষিকাকে

কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে বদলির ছাড়পত্র আদায় করলেন আমদি বিএম গার্লস হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষিকা সারদা সাহানা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৬:১০
Share: Save:

আবেদন-নিবেদনে কাজ হয়নি। নিরুপায় হয়ে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে বদলির ছাড়পত্র আদায় করলেন আমদি বিএম গার্লস হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষিকা সারদা সাহানা। স্কুল-কর্তৃপক্ষ কাল, বৃহস্পতিবার সেই ছাড়পত্র (‘নো অবজেকশন সার্টিফিকেট’) দেবেন। মঙ্গলবার বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে হাজির হয়ে এ কথা জানান স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষিকা।

সারদাদেবী যমজ সন্তানের মা। তাঁর বাড়ি স্কুল থেকে ১৪৪ কিলোমিটার দূরে। বাড়ির কাছের কোনও স্কুলে বদলি চান তিনি। কিন্তু পশ্চিম মেদিনীপুরের ওই স্কুলের কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দিচ্ছিলেন না। কর্তৃপক্ষের বক্তব্য, শিক্ষিকার অভাব আছে স্কুলে। সারদাদেবীর বদলিতে তাই সায় দেওয়া সম্ভব নয়। হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা।

সারদাদেবীর আইনজীবী এক্রামুল বারি জানান, মামলায় স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষিকাকে যুক্ত করা হয়। বিচারপতি শরাফ বারবার তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তাঁরা হাজির হচ্ছিলেন না। তাঁদের আদালতে হাজির করানোর জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারপতি। আইনজীবী জানান, প্রধান শিক্ষিকা সুচেতা মুহুরি এবং পরিচালন সমিতির সভাপতি বিভূতিভূষণ ঘোষ এ দিন আদালতে জানান, বিচারপতির নির্দেশের কথা পুলিশ সুপার তাঁদের জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Transfer Order Teacher Kolkata High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE