Advertisement
২০ এপ্রিল ২০২৪

ছুটির দিনে মিছিল ও অবরোধ শিক্ষকদের

মইদুলের অভিযোগ, রাজ্যের শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মিলে প্রায় ৫৪ হাজার শিক্ষক-শিক্ষিকার বেতন ২০০৮ সাল থেকে বাড়েনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৪:০৫
Share: Save:

বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবনের সামনে মার্চের প্রথম সপ্তাহে ধর্নায় বসেছিলেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকেরা। রবিবার একই দাবি নিয়ে তাঁরা ফের পা মেলালেন মিছিলে। তার পরে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশের আয়োজন করা হয়।

এ দিন বেলা ১টা নাগাদ শিয়ালদহ স্টেশনের সামনে থেকে প্রায় এক হাজার প্রতিনিধি মিছিলে হাঁটেন। ধর্মতলায় ওয়াই চ্যানেল প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখেন তাঁরা। অবরোধের জেরে ধর্মতলা এবং পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু ক্ষণ যানজট চলে। মিছিলের আয়োজক ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’-এর সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘বিকাশ ভবনের সামনে ধর্নায় বসার পরে আমরা গত ৭ মার্চ শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলাম। শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ না-হওয়ায় আমরা ফের রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’’

মইদুলের অভিযোগ, রাজ্যের শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মিলে প্রায় ৫৪ হাজার শিক্ষক-শিক্ষিকার বেতন ২০০৮ সাল থেকে বাড়েনি। ‘‘সরকার আমাদের দাবি বিবেচনা না-করলে ভোটের পরে ফের জঙ্গি আন্দোলনে নামবো,’’ বলেন মইদুল। এই বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এখন নির্বাচনী আচরণবিধি বলবৎ রয়েছে। তা ছাড়া ওঁরা যে-পদ্ধতিতে সমস্যার সমাধান দাবি করছেন, তা ঠিক নয়।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Salary Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE