Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মৃত্যুশোকে জয় করার বার্তা দেবে ‘মৃত্যু মৃত্যুঞ্জয়’  ফোরাম

ফোরামের সভাপতি নির্মাল্য ভট্টাচার্য বলেন, ‘‘খুব কাছ থেকে অনেককে দেখেছি যাঁরা মৃত্যুকে সহজ ভাবে মেনে নিতে পেরেছেন। কিন্তু বহু ক্ষেত্রেই এটা ঘটে না। আমাদের উদ্দেশ্য মৃত্যুপথযাত্রীদের ভয় দূর করে মৃত্যুকে যথাযথ মর্যাদা দেওয়া।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৩:৪৫
Share: Save:

মৃত্যুতে ভেঙে পড়া নয়। মৃত্যুশোক জয় করার বার্তাই দেবেন তাঁরা।

মৃত্যু যখন খুব কাছে এসে যায় তখন অধিকাংশ মানুষকেই ভয় গ্রাস করে। কোনও প্রিয়জনের
মৃত্যু মেনে নিতে গিয়ে ভেঙে পড়েন অনেকেই। এ বার তাঁদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে কাউন্সেলিং করতে উদ্যোগী হয়েছে চিকিৎসক, নার্স, আইনজীবী-সহ নানা পেশায় যুক্তদের নিয়ে গঠিত ১৮ সদস্যের ‘মৃত্যু মৃত্যুঞ্জয়’ ফোরাম।

ফোরামের সভাপতি নির্মাল্য ভট্টাচার্য বলেন, ‘‘খুব কাছ থেকে অনেককে দেখেছি যাঁরা মৃত্যুকে সহজ ভাবে মেনে নিতে পেরেছেন। কিন্তু বহু ক্ষেত্রেই এটা ঘটে না। আমাদের উদ্দেশ্য মৃত্যুপথযাত্রীদের ভয় দূর করে মৃত্যুকে যথাযথ মর্যাদা দেওয়া।’’

ফোরামের সম্পাদক বক্ষরোগ চিকিৎসক রাজা ধর বলেন, ‘‘বহু ক্ষেত্রে দেখা যায় প্রিয়জনের মৃত্যুর পরে অনেকেই ভেঙে পড়েন। সেই সময়ে তাঁদের পাশে থেকে
প্রয়োজনে কাউন্সেলিং করানো হবে।’’ ফোরাম প্রধানত তিনটি লক্ষ্য স্থির রেখে কাজ করবে— কী ভাবে মৃত্যুকে মেনে নিতে হয় সে পথ দেখানো হবে। কাউন্সেলিং করানো হবে মৃত্যুপথযাত্রী ও তাঁর পরিজনেদের। আত্মহত্যা করতে গিয়ে যাঁরা ব্যর্থ হয়েছেন তাঁদেরও কাউন্সেলিং করা হবে। ফোরাম সূত্রের খবর, এ জন্য কর্মশালার আয়োজন করা হবে। যাঁরা কাউন্সেলিং করবেন প্রথমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Family Forum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE