Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুলিশকে ‘ভয়’ দেখায় দুর্বলেরা: মমতা

সিবিআইকে ব্যবহার করে রাজ্যের চার আইপিএস অফিসারকে ‘ভয়’ দেখানোর পরিকল্পনাকে ‘দুর্বলের কাজ’ বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।— ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়।— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩২
Share: Save:

সিবিআইকে ব্যবহার করে রাজ্যের চার আইপিএস অফিসারকে ‘ভয়’ দেখানোর পরিকল্পনাকে ‘দুর্বলের কাজ’ বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি টেলিফোন-সংলাপ ঘিরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। সেখানে শোনা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে দলের নেতা মুকুল রায় প্রস্তাব দিচ্ছেন, সিবিআইকে দিয়ে রাজ্যের চার আইপিএস অফিসারকে ‘ভয়’ দেখাতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, মুকুলবাবু স্বীকারও করেছেন, ওই সংলাপে তাঁরই গলা শোনা যাচ্ছে। প্রাক্তন তৃণমূল নেতা মুকুলবাবুর এ হেন পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে শুক্রবার মমতা বলেন, ‘‘অনেক কিছুই দেখছি, শুনছি। সবই নজরে আসছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনও ভিডিও ভাইরাল হলে আমিও দেখি। আইন আইনের পথেই চলবে। তবে আমার মনে হয়, এই ভাবে ভয় দেখিয়ে কিছুই করা যাবে না। যারা দুর্বল, তারা এ সব করে। আমরা তো করি না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Fear Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE