Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ময়নায় বোমাবাজি, মৃত্যুতে টানাপড়েন

দফায় দফায় সংঘর্ষ চলছিল পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই। পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার বাকচায় তৃণমূল-বিজেপি সংঘাতে ফের বোমাবাজির অভিযোগ উঠল। তারই মধ্যে পুকুরের পাশে মিলল এক যুবকের দেহ। জড়াল রাজনীতি। 

নিজস্ব সংবাদদাতা
ময়না শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০১:৫০
Share: Save:

দফায় দফায় সংঘর্ষ চলছিল পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই। পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার বাকচায় তৃণমূল-বিজেপি সংঘাতে ফের বোমাবাজির অভিযোগ উঠল। তারই মধ্যে পুকুরের পাশে মিলল এক যুবকের দেহ। জড়াল রাজনীতি।

পুলিশের দাবি, শঙ্কর মণ্ডল (৩৯) নামে ওই যুবক অতিরিক্ত মদ্যপানে মারা যান। শরীরে আঘাতের চিহ্ন নেই। যদিও তৃণমূল ও বিজেপি দু’দলই শঙ্করকে নিজেদের কর্মী বলে দাবি করে পরস্পরের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। তবে পুলিশ জানায়, দল বা মৃতের পরিবার কেউই খুনের লিখিত অভিযোগ করেনি।

শনিবার রাতে নিখোঁজ শঙ্করের দেহ মেলে রবিবার। তিনি তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন। তবে তাঁর পরিবারে দাবি, সম্প্রতি তিনি রাজনীতি থেকে সরে আসেন। শনিবার রাতেই এলাকায় বোমাবাজিতে সঞ্জয় মণ্ডল নামে এক তৃণমূল কর্মীও আহত হন। হাসপাতালে তাঁর অভিযোগ, ‘‘বিজেপির লোক আমাকে বাড়ির বাইরে নিয়ে যায়। ওরা বোমা ছুড়লে হাতে লাগে।’’

ময়নার ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মালাকারেরও দাবি, ‘‘বিজেপিই শঙ্করকে মেরেছে।’’ বিজেপির তমলুক জেলা সম্পাদক নীলাঞ্জন অধিকারীর অভিযোগ, ‘‘শঙ্কর কিছু দিন আগে বিজেপিতে যোগ দেন। তৃণমূলের লোকেরাই শঙ্করকে খুন করেছে।’’ আর তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারীর বক্তব্য, ‘‘পুলিশ তদন্ত করছে। আমরাও দলীয় ভাবে তদন্ত করে দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Clash Bombing TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE