Advertisement
২০ এপ্রিল ২০২৪
State news

বাড়ি ফেরার পথে নন্দীগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনাস্থল নন্দীগ্রাম ২ ব্লকের তেরপেখ্যা। শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হন শেখ রুকুমুদ্দিন। তাঁর বাড়ি বয়াল এলাকায়।

গুলিবিদ্ধ তৃণমূল নেতা শেখ রুকুমুদ্দিন। —ফাইল ছবি

গুলিবিদ্ধ তৃণমূল নেতা শেখ রুকুমুদ্দিন। —ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৭
Share: Save:

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনাস্থল নন্দীগ্রাম ২ ব্লকের তেরপেখ্যা। শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হন শেখ রুকুমুদ্দিন। তাঁর বাড়ি বয়াল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় তেরপেখ্যা বাজার কমিটির বৈঠক ছিল। বৈঠক সেরে সাড়ে সাতটা নাগাদ মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন রুকুমুদ্দিন। তেরপেখ্যা বাজারের কাছে তাঁর বাড়ির সামনেই একটি ফাঁকা মাঠ রয়েছে। অভিযোগ, সেখানেই তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। রুকুমুদিনের পিঠে গুলি লাগে। প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থা অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

২০১৫ সালের জানুয়ারিতে বয়াল এলাকাতেই খুন হয়েছিলেন তৃণমূলের উপপ্রধান সমর মাইতি। সমর খুনে অন্যতম অভিযুক্ত নিজামউদ্দিন এই রকুমুদ্দিনের ভাই। এ বার পঞ্চায়েত ভোটের আগেই অভিযুক্ত নিজামুদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন।

আরও পড়ুন: রেললাইনে বসে ফোনে কথা, ট্রেনের ধাক্কায় নব দম্পতির মৃত্যু!

তৃণমূলের দলীয় সূত্রে খবর, রুকুমুদ্দিন দীর্ঘ দিন ধরে বয়াল-১ অঞ্চলের তৃণমূল সভাপতি পদে রয়েছেন। অতীতে তাঁর নিরাপত্তারক্ষীও ছিল। কিন্তু কিছু দিন আগে নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেয় জেলা পুলিশ। কিন্তু কেন এই হামলা? তৃণমূলের নন্দীগ্রাম ১ ব্লক সভাপতি এবং ২ ব্লকেরও দায়িত্বপ্রাপ্ত নেতা মেঘনাদ পাল বলেন, ‘‘উনি জনপ্রিয় নেতা। কেন দুষ্কৃতীরা ওঁকে নিশানা করল বোঝা যাচ্ছে না। প্রাথমিক ভাবে রাজনৈতিক কোনও কারণও পাওয়া যাচ্ছে না।’’ রুকুমুদ্দিনের ছেলে গোলাম মৈমুরুদ্দিন আবার দাবি, ‘‘বাবা এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেন। তার জেরেই এই হামলা বলে মনে হচ্ছে।’’

তৃণমূল নেতৃত্ব রাজনীতির কথা না বললেও বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক মানস কুমার রায়ের দাবি, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে ওই এলাকায় তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। তার জেরেই গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল নেতা।’’ স্থানীয় সূত্রেও জানা যাচ্ছে, রুকুমুদ্দিনের মেয়ে এ বার পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। তাঁকে পঞ্চায়েত প্রধান করা নিয়ে দলের অন্দরে টানাপড়েন চলছিল। তবে রাত পর্যন্ত ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE