Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘ডনে’র বাড়িতেই মিলল কার্বাইন

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সেই ‘ডন’কে পুলিশ নিজের বাড়ির সামনে থেকে আটক করে। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে তাঁর বাড়ি থেকেই কার্বাইনটি উদ্ধার করতে সক্ষম হয়। মঙ্গলবার নরেশবাবুকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হয়।

হাজিরা: আদালত চত্বরে নরেশ দেবনাথ। নিজস্ব চিত্র

হাজিরা: আদালত চত্বরে নরেশ দেবনাথ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০২:৫৫
Share: Save:

স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র কার্বাইন হাতে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে লিখেছিলেন ‘আমি দিনহাটার নাম্বার ওয়ান ডন’। দিনহাটার তৃণমূল নেতা নরেশ দেবনাথের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। পালিয়ে যান দিনহাটা ১ ব্লকের তৃণমূল পরিচালিত বড় আটিয়াবাড়ি ২ পঞ্চায়েতের উপপ্রধান মধুমিতা দেবনাথের স্বামী, ওই নেতা। অবশেষে মাসখানেক পর তাঁকে গ্রেফতারের পরে তাঁর বাড়ি থেকেই উদ্ধার হল ওই কার্বাইন।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সেই ‘ডন’কে পুলিশ নিজের বাড়ির সামনে থেকে আটক করে। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে তাঁর বাড়ি থেকেই কার্বাইনটি উদ্ধার করতে সক্ষম হয়। মঙ্গলবার নরেশবাবুকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হয়। বিচারক অভিযুক্তকে ন’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে এই মামলার সরকারি কৌঁসুলি সম্রাট দেব জানান।

এ দিন নরেশবাবুকে আদালতে নিয়ে যাবার পথে তিনি বলেন, ‘‘তদন্ত হলেই সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে।’’ তাঁর দাবি, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘটনা ঘটানো হয়েছে সেটা তাঁর নয়। তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে এই কাজ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

কার্বাইন-কথা

• এক ধরনের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।
• দৈর্ঘ্য প্রায় দুই ফুট, ওজন প্রায় তিন কিলোগ্রাম।
• প্রায় ৪৫ ফুট দূরত্ব থেকে গুলি করা যায়।
• একসঙ্গে ম্যাগাজিনে ৩০টি রাউন্ড গুলি পর্যন্ত মজুত থাকে।
• ট্রিগার চাপলে ইচ্ছে করলে পরপর একসঙ্গে গুলি থাকা পর্যন্ত পরপর বেরোতে থাকবে। এক নাগাড়ে গুলি করা যায়।
• বিএসএফ, সেনাবাহিনীতে একসময় ব্যবহার ছিল। এখন ওই কদর কমেছে।
• মিলেছে অসম, বিহারের মাফিয়াদের থেকেও।
• রিভলভারের ক্ষেত্রে একটি করে গুলি একসঙ্গে বেরোয়। কার্বাইনে একসঙ্গে একাধিক গুলি বেরোবে।
• যুদ্ধে ব্যবহারের নজির রয়েছে। আগে সিসিবি বা ‘ক্লোজ কমব্যাট ব্যাটলে’ চাহিদা ছিল। এখন আরও অনেক বেশি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এসেছে।
• দাম আনুমানিক এক লক্ষ টাকা।

দিনহাটার এসডিপিও উমেশ জি গণপত বলেন, ‘‘নরেশ দেবনাথকে গ্রেফতারের সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকেই কার্বাইনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’’ তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া বলেন, ‘‘আইন আইনের পথেই চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Naresh Debnath Carbine Arrested Facebook
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE