Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিতর্ক এড়াতে চেক, ড্রাফ্ট চাইল তৃণমূল

নির্বাচনী তহবিলের জন্য আম জনতার কাছে অর্থ সাহায্যের আবেদন করল তৃণমূল। ডিমান্ড ড্রাফ্‌ট ও চেকের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তের মানুষ সাধ্যমতো সাহায্য করতে পারবেন। দলের ওয়েবসাইটে এই আবেদন করা হয়েছে করজোড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০৩:৪৩
Share: Save:

নির্বাচনী তহবিলের জন্য আম জনতার কাছে অর্থ সাহায্যের আবেদন করল তৃণমূল। ডিমান্ড ড্রাফ্‌ট ও চেকের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তের মানুষ সাধ্যমতো সাহায্য করতে পারবেন। দলের ওয়েবসাইটে এই আবেদন করা হয়েছে করজোড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে।

ভোট-প্রচারের খরচ বা তহবিলের জন্য এ ভাবেই অবশ্য বিভিন্ন রাজনৈতিক দল অর্থ সংগ্রহ করে। কিন্তু সাম্প্রতিক কালে তৃণমূলের তহবিল নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। সারদা-কাণ্ডের জেরেই তদন্তে উঠে এসেছিল, ভুয়ো সংস্থার নামে কী ভাবে তৃণমূলের তহবিলে টাকা জমা হয়েছে। গত বিধানসভা ভোটে সারদার অর্থ ব্যবহৃত হয়েছিল বলে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে। যার জবাবে গত বছর পুরভোটের প্রচারে মমতা জানান, তিনি প্রয়োজনে নিজে ছবি এঁকে তহবিলের টাকা তোলেন। ক্যানভাসে তাঁর এক-একটি তুলির আঁচড়ের দাম তিন লাখ টাকা বলেও তিনি মন্তব্য করেন!

ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে উদার হস্তে দান করুন। সব অনুদানই আয়করে ছাড়যোগ্য’। অর্থদাতার নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেল আইডি, প্যান কার্ডের প্রত্যয়িত নকল-সহ ২-এ, লালা লাজপত রায় সরণি, কলকাতা: ২০— এই ঠিকানায় সাহায্য পাঠানোর অনুরোধ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, ‘‘স্বচ্ছতার সঙ্গে এ ভাবেই তহবিল সংগ্রহ করতে হয়। আগেও সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এমন আবেদন হয়েছে। নতুন তো নয়!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC donation election fund assambly election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE