Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুজোয় আয়কর নজর, ধর্নার ডাক মমতার

শহরের সর্বজনীন পুজো কমিটিগুলিকে নজরে রাখতে গত বছর থেকেই সক্রিয় হয়েছে আয়কর দফতর। ইতিমধ্যেই একাধিক পুজো কমিটিকে ডেকে এ ব্যাপারে কথাও বলেছেন আয়কর দফতরের আধিকারিকেরা।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০৩:১৫
Share: Save:

কলকাতার সর্বজনীন পুজোগুলিকে আয়করের আওতায় আনা যাবে না, এই দাবিতে কাল, মঙ্গলবার ধর্নায় বসবে তৃণমূলের ‘বঙ্গজননী’ সংগঠন। দলের এই কর্মসূচি রবিবার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

শহরের সর্বজনীন পুজো কমিটিগুলিকে নজরে রাখতে গত বছর থেকেই সক্রিয় হয়েছে আয়কর দফতর। ইতিমধ্যেই একাধিক পুজো কমিটিকে ডেকে এ ব্যাপারে কথাও বলেছেন আয়কর দফতরের আধিকারিকেরা। পুজোর আয়োজনকে আয়করের আওতায় আনার ব্যাপারে গোড়া থেকেই আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর। প্রকাশ্যে তা জানিয়ে একাধিক বার তিনি পুজো কমিটির কর্তাদের আয়কর দফতরের ডাকে সাড়া না দেওয়ার কথাও বলেছিলেন। পুজো নিয়ে আয়কর তৎপরতায় আপত্তি জানিয়ে এ দিনও নিজের ফেসবুক পেজ-এ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আয়কর দফতর অনেক পুজো কমিটিকে নোটিস পাঠিয়েছে। উৎসব সকলের। কোনও পুজোতে কর বসানো হোক, তা আমরা চাই না। আমাদের দাবি, দুর্গাপুজো ও কমিটিগুলিকে কোনও করের আওতায় আনা চলবে না।’’

আয়কর দফতরের তৎপরতার প্রতিবাদেই পথে নামছে শাসক দলের শাখা সংগঠন ‘বঙ্গ জননী।’ সুবোধ মল্লিক স্কোয়ারে শাখা সংগঠনের ধর্না-অবস্থানের কথা জানিয়ে পুজো কমিটির কর্মতাদেরও মঙ্গলবারের ওই কর্মসূচিতে যোগ দিতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছেন মমতা।

কলকাতার পুজো উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সম্পাদক শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘‘কলকাতার কোনও পুজোই লাভজনক কোনও আয়োজন নয়। এ ব্যাপারে আমাদের মত আয়কর দফতরে জানিয়ে দিয়েছি।’’ পুজোর স্বার্থে কোনও কর্মসূচিতে যোগ দিতে তাঁদের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE