Advertisement
১৬ এপ্রিল ২০২৪
BJP Strike

বন্‌ধের সর্বাত্মক বিরোধিতা হবে, ঘোষণা তৃণমূলের

বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় জানান, বন্‌ধ ব্যর্থ করতে তৃণমূল সর্বাত্মক ভাবে পথে নামবে। আগামী কয়েক দিনে রাজ্যের সব ব্লকে বন্‌ধ বিরোধী প্রচার হবে বলেও পার্থ চট্টোপাধ্যায় জানান।

পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫১
Share: Save:

বিজেপির ডাকা বাংলা বন্‌ধ ব্যর্থ করতে সর্বাত্মক বিরোধিতার ডাক দিল তৃণমূল। রবিবার তৃণমূল ভবনে জরুরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে বন্‌ধের বিরোধিতার আহ্বান জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অবিলম্বে রাজ্য জুড়ে বন্‌ধ বিরোধী প্রচারে নামার নির্দেশ দেওয়া হল গোটা দলকে।

শনিবারই বিজেপি ঘোষণা করে, ২৬ সেপ্টেম্বর বাংলা বন্‌ধ। আর সেই ঘোষণার কথা জানা মাত্রই ইতালি থেকে তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোনও বন্‌ধ করতে দেওয়া হবে না বলে তিনি জানান।

রবিবার তৃণমূল ভবনে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খানরা বৈঠকে উপস্থিত ছিলেন। কী ভাবে বন্‌ধের মোকাবিলা করা হবে,তৃণমূল কী ভাবে ময়দানে নামবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: গ্রেফতার জেলা বিজেপির সভাপতি, আরও তপ্ত উত্তর দিনাজপুর

বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় জানান, বন্‌ধ ব্যর্থ করতে তৃণমূল সর্বাত্মক ভাবে পথে নামবে। আগামী কয়েক দিনে রাজ্যের সব ব্লকে বন্‌ধ বিরোধী প্রচার হবে বলেও পার্থ চট্টোপাধ্যায় জানান। তিনি বলেন, তৃণমূলের সব শাখা সংগঠনকে বন্‌ধের বিরোধিতায় সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মীদেরও আহ্বান জানানো হয়েছে বিজেপির ডাকা বন্‌ধের দিন অফিস-কাছারি স্বাভাবিক রাখতে।

আরও পড়ুন: হাসপাতালের পথ আটকে গুলিবিদ্ধ রাজেশের ক্ষতস্থানে আঘাত! চাঞ্চল্যকর দাবি বিজেপির

উত্তর দিনাজপুরের ইসলামপুরে যে ঘটনা ঘটেছে, তার নেপথ্যে বিজেপি-আরএসএসের হাত থাকার অভিযোগ এ দিনও তোলা হয়েছে তৃণমূলের তরফে। পার্থ চট্টোপাধ্যায় জানান, ইসলামপুর কাণ্ডের মূল অপরাধীদের খুঁজে বার করা হবে। কোনও অপরাধী ছাড় পাবে না বলে তিনি আশ্বস্ত করেন। যদি দেখা যায় পুলিশ অপরাধ করেছে, তা হলে পুলিশও ছাড় পাবে না বলে পার্থবাবু এ দিন মন্তব্য করেন।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Strike TMC Partha Chatterjee Islampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE