Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অমিতের যাত্রাপথে হিন্দিতে মমতার ফ্লেক্স

প্রায় আড়াই কিলোমিটার রাস্তার দু’পাশে কোথাও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোথাও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সব মিলিয়ে অন্তত শ’চারেক তো বটেই।

তৃণমূলের ফ্লেক্সে মুড়ে গিয়েছে সাঁইথিয়া-রামপুরহাট রাস্তা। —নিজস্ব চিত্র

তৃণমূলের ফ্লেক্সে মুড়ে গিয়েছে সাঁইথিয়া-রামপুরহাট রাস্তা। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তারাপীঠ শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০৪:০১
Share: Save:

যতটা চোখ যায়, তত দূর দেখা যাচ্ছে হিন্দিতে লেখা তৃণমূলের ‘ফ্লেক্স’। প্রায় আড়াই কিলোমিটার রাস্তার দু’পাশে কোথাও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোথাও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সব মিলিয়ে অন্তত শ’চারেক তো বটেই। শুক্রবার রাত থেকে সাঁইথিয়া-রামপুরহাট রাস্তায় ‘ফ্লেক্স’গুলি লাগানো শুরু হয়েছে।

সামনে ভোট নেই, দলীয় কোনও বিশেষ কর্মসূচি নেই, তার পরেও এত প্রচার কেন, সেখানে হিন্দিই বা কেন— এমনই প্রশ্ন তুলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘২৮ জুন তারাপীঠে পুজো দিতে আসার কথা অমিত শাহের। তার আগে যে রাস্তা দিয়ে তিনি যাবেন, তার দু’দিক পতাকা, ফ্লেক্স-এ মুড়ে রাজ্যের শাসকদল দখলের রাজনীতি করছে।’’

তৃণমূলের রামপুরহাট ২ ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় (‌ফ্লেক্স-এ প্রচারক হিসেবে তাঁরই নাম লেখা) অবশ্য বলেন, ‘‘আমরা বছরে চার বার তারাপীঠে তৃণমূলের পতাকা টাঙাই। ক’দিন আগে রাস্তা চওড়া হয়েছে। তাই ছবি দিয়ে তীর্থযাত্রীদের স্বাগত জানানো হয়েছে। আর এখানে আসা ভিন্ন ভাষাভাষীর কথা ভেবে রাখতে হয়েছে হিন্দিও।’’

পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে হাতেগোনা আসনে ভোট হলেও বিচ্ছিন্ন ভাবে ভাল ফল করেছে বিজেপি। সামনে লোকসভা ভোট। জেলা রাজনীতির খবর রাখেন, এমন অনেকেই মানেন সেখানে টক্কর হতে পারে সেয়ানে-সেয়ানে। এই আবহে পুরুলিয়া সফরে এসে তারাপীঠ ঘুরে যাচ্ছেন অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে খুব অল্প সময়ের বৈঠক হতে পারে বলেও বিজেপির জেলা নেতৃত্বের দাবি। শনিবার তারাপীঠে সরস্বতী শিশু মন্দিরে দলের প্রস্তুতি বৈঠকে শাহের সফরসূচি নিয়ে কথা হয়। এই স্কুলের মাঠেই তৈরি হয়েছে ‘হেলিপ্যাড’। কলকাতা থেকে হেলিকপ্টারে সকাল ১০টায় সেখানে নামার কথা শাহের।

তৃণমূল সূত্রের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের শীর্ষ নেতার এই সফরের গতিপ্রকৃতি নজরে রাখছে দল। তবে প্রকাশ্যে তৃণমূল নেতারা সে কথা মানছেন না। ঘটনাচক্রে এ দিনই তারাপীঠে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ একাধিক জেলা নেতাকে। আশিসবাবু বলেছেন, ‘‘আমাদের নেতারা তো মা-তারা দর্শনে এসেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Flex Campaign Rampurhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE