Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টয় ট্রেন নিয়ে উদাসীন রেল, দাবি

গত এক মাসে পাগলাঝোড়া এবং রংটংয়ে পর পর ধস নেমেছে। তার মধ্যে সেবকের ধসের পর হঠাৎই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) কর্তৃপক্ষ বেশ কয়েকটি রুটে টয় ট্রেন বন্ধের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তার জেরে চিন্তায় শিলিগুড়ির একাধিক পর্যটন ব্যবসায়ীরা। রেলের এই ‘খামখেয়ালিপনা’য় পর্যটনের উপর ব্যপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাঁদের।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৫
Share: Save:

গত এক মাসে পাগলাঝোড়া এবং রংটংয়ে পর পর ধস নেমেছে। তার মধ্যে সেবকের ধসের পর হঠাৎই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) কর্তৃপক্ষ বেশ কয়েকটি রুটে টয় ট্রেন বন্ধের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তার জেরে চিন্তায় শিলিগুড়ির একাধিক পর্যটন ব্যবসায়ীরা। রেলের এই ‘খামখেয়ালিপনা’য় পর্যটনের উপর ব্যপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাঁদের।

পুজোর আর এক মাসও বাকি নেই। পাহাড়ে পুজোর মরসুম শুরু হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই। কিন্তু আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল হয়েছে শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন। কার্শিয়াং এবং ঘুম থেকেও অনেক জয় রাইডও আপাতত ওই সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কার্শিয়াং এবং ঘুম থেকেই এখন তুলনায় বেশি পর্যটক টয় ট্রেনে চড়েন। কিন্তু কয়েকদিন আগেও কয়লা শ্রমিকদের বকেয়া নিয়ে ঝামেলা ছিল। তা মিটিয়ে ট্রেন চালু হয়েছিল তিন দিন আগে। রবিবার থেকে দার্জিলিং-কার্শিয়াং ট্রেনটি ২০ সেপ্টেম্বর পর্যন্ত এবং কার্শিয়াং-দার্জিলিং ট্রেনটি ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এনজেপি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। দার্জিলিংয়ের একটি ডিজেল ইঞ্জিনের জয় রাইড এবং একটি স্টিম ইঞ্জিনের জয় রাইড চলবে না ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দার্জিলিংয়ের রেড পান্ডা টয় ট্রেন পরিষেবাও বাতিল হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কার্শিয়ায়ের পাগলাঝোরায় ধসের জন্য এমনিতেই এনজেপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে প্রায় এক মাসের বেশি। এখনও পরিস্থিতি লাইন মেরামতির মতো তৈরি হয়নি বলেই জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলের (ডিএইচআর) কর্তারা। মুখ্য ব্যবস্থাপকের (অপারেশনস) দফতর থেকে জানানো হয়েছে, মূলত বিভিন্ন দিকে ধসের জন্য নিরাপত্তা কমছে। তাছাড়াও, যাত্রী অনেক কমে গিয়েছে।

পাগলাঝোড়ায় লাইন মেরামতির কাজ এখনও শুরু করতে পারেনি ডিএইচআর। কবে শুরু হবে তা নিশ্চিত ভাবে বলতেও পারছে না তাঁরা। পুজোর মধ্যে কি টয় ট্রেন চালানো যাবে? ডিএইচআর অধিকর্তা এমকে নার্জারি বলেন, ‘‘আমরা চেষ্টা করছি।’’

ঐতিহ্যবাহী ট্রয় ট্রেন বার বার বাধার মুখে পড়ছে অথচ, কর্তৃপক্ষের কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এই পরিষেবা নিয়ে নেই বলেই দাবি পর্যটন এজেন্টদের। শিলিগুড়ির একটি পর্যটন সংস্থার মালিক সম্রাট সান্যাল বলেন, ‘‘টয় ট্রেন নিয়ে পুরো খামখেয়ালিপনা চালাচ্ছে রেল। রাজ্য সরকারের সঙ্গে, আমাদের সঙ্গে কোনও আলোচনা করছে না। পরবর্তী সময় আন্তর্জাতিক পর্যটক একেবারেই কমে আসবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tourism Business Toy Train Tourists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE