Advertisement
২০ এপ্রিল ২০২৪
Barrackpore railway station

ছাত্রীকে যৌন নিগ্রহের প্রতিবাদে অবরোধ ব্যারাকপুরে, ব্যাহত শিয়ালদহ মেনে ট্রেন চলাচল

ব্যারাকপুর স্টেশনে আটকে যাত্রীরা।—নিজস্ব চিত্র।

ব্যারাকপুর স্টেশনে আটকে যাত্রীরা।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ০৯:০৮
Share: Save:

বিক্ষোভ-অবরোধের জেরে বেশ কিছু ক্ষণ বন্ধ থাকল শিয়ালদহ মেন লাইনের ট্রেন চলাচল। সোমবার সকাল সওয়া আটটা নাগাদ ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। চলে প্রায় আধ ঘণ্টা ধরে। অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখার আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। প্রায় আধ ঘণ্টা ধরে অবরোধ চলার পর পৌনে ৯টা নাগাদ অবরোধ উঠে যায়।

ঘটনার সূত্রপাত ব্যারাকপুর গার্লস হাই স্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি স্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতারও করে পুলিশ।

সোমবার সকালে ওই ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সরব হন অভিভাবকরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ব্যারাকপুর রেল স্টেশনেও। রেল লাইন অবরোধ করেন অভিভাবক ও স্থানীয়রা।

আরও পড়ুন: শুধুমাত্র ইঞ্জিনিয়াররাই নন, এনবিএ শংসাপত্র না-থাকলে বিপদে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানও!

এই বিক্ষোভ-অবরোধের জেরে পুরোপুরি থমকে যায় রেল পরিষেবা। সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে অবরোধের জেরে নাকাল হন বহু মানুষ। শেষ পর্যন্ত পৌনে ৯টা নাগাদ রেল পুলিশ ও ব্যারাকপুর থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

(শহরের সেরা খবর, শহরের ব্রেকিং নিউজ জানতে এবং নিজেদের আপডেটেড রাখতে আমাদের কলকাতা বিভাগ পড়ুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train Barrackpore railway station Railway station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE