Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লরি বিকল লাইনেই, ট্রেন অচল

ঝড়বৃষ্টি নয়। এ বার শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে গেল লাইন আটকে যাওয়ায়। মঙ্গলবার ভোরে মাল বোঝাই একটি লরি রেললাইনের উপরে খারাপ হয়ে যায়। রেল সূত্রের খবর, লরিটি লেভেল ক্রসিংয়ের দণ্ড ভেঙে লাইনের উপরে উঠে যায়। তার পরে সেটি খারাপ হয়ে দাঁড়িয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৪:০০
Share: Save:

ঝড়বৃষ্টি নয়। এ বার শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে গেল লাইন আটকে যাওয়ায়। মঙ্গলবার ভোরে মাল বোঝাই একটি লরি রেললাইনের উপরে খারাপ হয়ে যায়। রেল সূত্রের খবর, লরিটি লেভেল ক্রসিংয়ের দণ্ড ভেঙে লাইনের উপরে উঠে যায়। তার পরে সেটি খারাপ হয়ে দাঁড়িয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

ভোর পৌনে ৫টা নাগাদ এই ঘটনা ঘটে মেন লাইনের রানাঘাট ও পায়রাডাঙা স্টেশনের মধ্যে একটি লেভেল ক্রসিংয়ে। গেট বন্ধ ছিল। পাথর বোঝাই একটি লরি আচমকা গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তার পরে সেটি বিকল হয়ে যায়। প্রথমে একটি ছোট ক্রেন দিয়ে লরিটিকে সরানোর চেষ্টা হয়। কিন্তু লরিটি এত বেশি পাথর ছিল যে, ছোট ক্রেনে কাজ হয়নি। পরে হেভি ক্রেন এনে লরিটিকে সরানো হয়। তার পরে আবার শুরু হয় ট্রেন চলাচল। দিনের শুরুতেই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বিভিন্ন স্টেশনে আটকে পড়েন। রেল-কর্তৃপক্ষ, ব্যারাকপুর, নৈহাটি এবং কল্যাণী পর্যন্ত কয়েকটি ট্রেন চালানোর ব্যবস্থা করলেও প্রয়োজনের তুলনায় তা ছিল নিতান্তই কম। সকাল ৮টা নাগাদ লরিটি সরানোর পরে ট্রেন চলাচল শুরু হয় ঠিকই। কিন্তু তা স্বাভাবিক হতে বেলা হয়ে যায়। ফলে অনেক যাত্রীই এ দিন সময়মতো অফিস-কাছারিতে পৌঁছতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train rail truck sealdah ranaghat station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE