Advertisement
২০ এপ্রিল ২০২৪

রামনবমীতে শান্তি মিছিল

সঙ্ঘ পরিবারকে টক্কর দিতে রামনবমীতে রাস্তায় নামবে তৃণমূল।  শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০৩:২৬
Share: Save:

বামেদের বার্তা আগেই দিয়েছেন। এ বার রামেদেরও দিলেন!

সঙ্ঘ পরিবারকে টক্কর দিতে রামনবমীতে রাস্তায় নামবে তৃণমূল। শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগাম পুলিশের অনুমতি নিয়েই শান্তিপূর্ণ ভাবে তৃণমূল কর্মীদের মিছিল করতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

২৫ মার্চ মিটিং-মিছিল, আরতির মাধ্যমে রামনবমী পালনের কর্মসূচি রয়েছে সঙ্ঘ পরিবারের। সঙ্ঘের যাবতীয় কর্মসূচি রয়েছে সকালের দিকে। মাধ্যমিক পরীক্ষার অছিলায় পুলিশ সকালের কোনও কর্মসূচিতে অনুমতি নাও দিতে পারে। সেই কারণে তৃণমূল নেত্রী পুলিশের আগাম অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নির্দেশ পেয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় কমিটির গঠনের তোড়জোড় শুরু হয়েছে তৃণমূলে। রামের জন্মোৎসব পালন নিয়ে বিজেপি যে ভাবে সশস্ত্র মিছিলের রাজনীতি করছে, তাকে আক্রমণ করে মমতা শুক্রবার বলেন, ‘‘কেউ কেউ ভাবখানা এমন করে যেন হিন্দুধর্মের দায়িত্ব নিয়ে বসে আছে। কে তাদের জন্ম দিয়েছে, কে জানে! হিন্দুধর্মের জন্ম হয়েছে যখন তখন তো এরা কেউ জন্মায়নি। ওদের ঠাকুর্দারও জন্ম হয়নি!’’

হিন্দুত্বের উস্কানি দিতে বিজেপি যে ভাবে বিভিন্ন দেবদেবীকে নিয়ে রাজনীতি করছে, তাতে রাজ্যে অশান্তি বাড়ছে বলে প্রায়ই অভিযোগ করেন মমতা। এ দিন রামনবমীতে বিজেপির মিছিলের উল্লেখ করেই মমতার কটাক্ষ, ‘‘বাংলায় অনেক মিটিং-মিছিলই হয়। এটা নতুন কিছু নয়। এতে গেল গেল রব তোলারও কোনও কারণ নেই। ৫০, ৬০, হাজার বছর ধরে এ ধরনের মিছিল হয়ে আসছে। এটা নতুন কিছু নয়।’’

বিজেপি মুখে হিন্দুত্বের কথা বললেও সাম্প্রদায়িকতার রাজনীতিই যে তার মূল লক্ষ্য, সে কথাও বারবার বুঝিয়েছেন কর্মীদের। বিজেপির থেকে সতর্ক থাকতে তাই এলাকায় এলাকায় প্রচারে জোর দেওয়ারও পরামর্শ দিয়েছেন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE