Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্বীকৃতির প্রশ্ন কেন এখনই, কমিশনকে তৃণমূল

যতগুলি রাজ্য থেকে নির্দিষ্ট সংখ্যক সাংসদ বা বিধায়ক থাকলে জাতীয় দলের স্বীকৃতি বজায় রাখা যায়, তা না থাকায় এ বার লোকসভা ভোটের পরে তৃণমূল, সিপিআই এবং এনসিপি-কে নোটিস দিয়েছিল কমিশন।

জাতীয় নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত।

জাতীয় নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
চেন্নাই শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০৫:১৬
Share: Save:

জাতীয় দলের মর্যাদা প্রত্যাহার কেন করা হবে না, তার কারণ দর্শাতে বলে নোটিস দিয়েছিল নির্বাচন কমিশন। জবাব পাঠিয়ে ওই স্বীকৃতি ধরে রাখার প্রশ্নেই সওয়াল করল তৃণমূল। জাতীয় দলের মর্যাদা প্রত্যাহার না করার আবেদন জানিয়েছে সিপিআই-ও।

যতগুলি রাজ্য থেকে নির্দিষ্ট সংখ্যক সাংসদ বা বিধায়ক থাকলে জাতীয় দলের স্বীকৃতি বজায় রাখা যায়, তা না থাকায় এ বার লোকসভা ভোটের পরে তৃণমূল, সিপিআই এবং এনসিপি-কে নোটিস দিয়েছিল কমিশন। জবাব পাঠানোর সময়সীমা ছিল ৫ অগস্ট। জবাবি চিঠিতে তৃণমূল জানিয়েছে, তারা জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল ২০১৪ সালের লোকসভা ভোটের পরে। কমিশনেরই পুরনো নিয়ম অনুযায়ী, ওই স্বীকৃতি আবার পর্যালোচনায় আসতে পারে ২০২৪ সালে। এখন তা নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘কমিশন বলেছিল, ১০ বছর পরে পরে ‘স্টেটাস’ পর্যালোচনা করবে। এখন আবার প্রশ্ন তুলছে!’’ জাতীয় দলের স্বীকৃতি নিয়ে তাঁরাা যে ভাবিত নন, তা অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন মমতা।

তৃণমূল পদ্ধতিগত প্রশ্ন তুললেও সিপিআই তাদের অতীতের পরম্পরা উল্লেখ করেছে। কমিশনকে তারা জানিয়েছে, অতীতে সংসদে দীর্ঘ দিন প্রধান বিরোধী দল ছিল কমিউনিস্ট পার্টি। একাধিক রাজ্যে তারা সরকারে থেকেছে, বরাবর সংবিধানের মর্যাদা রক্ষায় সচেষ্ট থেকেছে। এই পরম্পরা মাথায় রেখে বিষয়টি বিবেচনার আবেদন জানিয়েছে ডি রাজার দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Trinamool Election Commission CPI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE