Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টিএমসিপির শীর্ষে বসলেন তৃণাঙ্কুর

আড়াই মাস পরে অবশেষে তৃণমূলের ছাত্র পরিষদের নতুন সভাপতি হিসেবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম জানানো হল।

তৃণাঙ্কুর ভট্টাচার্য। —ফাইল চিত্র।

তৃণাঙ্কুর ভট্টাচার্য। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩৮
Share: Save:

আড়াই মাস পরে অবশেষে তৃণমূলের ছাত্র পরিষদের নতুন সভাপতি হিসেবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম জানানো হল। সংগঠনের সহ-সভাপতি করা হল রুমানা আখতার এবং মণিশঙ্কর মণ্ডলকে। তৃণমূল ছাত্র পরিষদের(টিএমসিপি) উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শনিবার কল্যাণীতে নামগুলি ঘোষণা করেছেন।

কলেজে ভর্তি-কেলেঙ্কারির জেরে টিএমসিপির সভানেত্রীর পদ থেকে অপসারিত জয়া দত্তকে যুব সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে। এ দিনই পার্থবাবু জয়ার নতুন দায়িত্বের কথাও জানান। দলের অন্দরে খবর, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়ার ভাল যোগাযোগ রয়েছে। তাঁকে যুব সংগঠনের সাধারণ সম্পাদক করার পরে সেই ধারণা আরও জোরালো হয়েছে। এমনকী, টাকা নিয়ে কলেজে ভর্তির কালি তৃণমূল ছাত্র সংগঠনের গায়ে লাগার পরেও তার অপসারিত প্রধানকে যুব সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে দলের চোখে তাঁকে ‘নির্দোষ এবং দক্ষ’ প্রমাণ করা গেল বলেও রাজনৈতিক মহল মনে করছে।

ছাত্র সংগঠনের নতুন সভাপতি তৃণাঙ্কুর এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র ছাত্র। সংগঠনে তিনি এতদিন জয়ার ঘনিষ্ঠ বলেই পরিচিত। একই তকমা রয়েছে অন্যতম সহ-সভাপতি মণিশঙ্করের গায়েও। অপর সহ-সভাপতি রুমানা আবার কিছুদিন আগে রাজাবাজার সায়েন্স কলেজে শিক্ষক-নিগ্রহে অভিযুক্ত এক ছাত্রনেতার পক্ষ সমর্থন করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE