Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রেল লাইনের ধার থেকে উদ্ধার রুদ্রনীলের বাবার দেহ

অস্বাভাবিক মৃত্যু হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার। গত বৃহস্পতিবার পঞ্চমীর রাত থেকে নিখোঁজ ছিলেন রুদ্রনীলের বাবা রবীন ঘোষ। আজ শনিবার পাঁশকুড়ায় রেল লাইনের ধার থেকে রবীনবাবুর দেহ উদ্ধার হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ২২:৩৩
Share: Save:

অস্বাভাবিক মৃত্যু হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার। গত বৃহস্পতিবার পঞ্চমীর রাত থেকে নিখোঁজ ছিলেন রুদ্রনীলের বাবা রবীন ঘোষ। আজ শনিবার পাঁশকুড়ায় রেল লাইনের ধার থেকে রবীনবাবুর দেহ উদ্ধার হয়েছে।

রবীন ঘোষ নিখোঁজ হওয়ার পরই থানায় খবর দিয়েছিলেন তাঁর পরিজনরা। পুলিশের পাশাপাশি পরিবারের তরফ থেকেও খোঁজখবর শুরু করা হয়েছিল। কিন্তু গত তিন দিন কোনও খোঁজ ছিল না রবীন ঘোষের। শনিবার পাঁশকুড়া জিআরপি থেকে রুদ্রনীলকে ফোন করে জানান হয়, রেল লাইনের ধার থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। তাঁর ব্যাগ থেকে পাওয়া কাগজপত্র দেখে অনুমান করা হয়, দেহটি রবীন ঘোষের। খবর পেয়েই সংশ্লিষ্ট মর্গে পৌঁছন রুদ্রনীল। দেহটি তাঁর বাবা রবীন ঘোষের বলেই শনাক্ত করেন তিনি।

হাওড়ার বাড়িতে একাই থাকতেন রবীনবাবু। রুদ্রনীল থাকেন রাণিকুঠিতে। ২০১১ সালে রুদ্রনীলের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সে দিনও ছিল মহাসপ্তমী। ঘটনাচক্রে রুদ্রনীল ঘোষের বাবার মৃতদেহ যে দিন রেল লাইনের ধার থেকে উদ্ধার হল, সে দিনও মহাসপ্তমী।

রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘হ্যাঁ, বাবারই দেহ। এখন পাঁশকুড়া জিআরপিতেই রয়েছি। তমলুক মর্গে বাবার ব্যাগ, উচ্চতা দেখে চিনতে পেরেছি। যদিও বাবাকে দেখে চেনার উপায় নেই। মর্গ থেকে বাবার দেহ রাত দেড়টা নাগাদ ছাড়বে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rudranil ghosh death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE