Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফের অশান্ত সাবেক ছিট

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি। রবিবার সকালে দুই তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ০৩:২৭
Share: Save:

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি। রবিবার সকালে দুই তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পরেই সেখানে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, শাসক দলের সাংসদ পার্থপ্রতিম রায়। অভিযোগ, সেখানে প্রকাশ্য সভায় রবীন্দ্রনাথবাবু নাম না করে বিজেপি নেতাদের ‘বেঁধে রাখতে’ দলীয় কর্মীদের নির্দেশ দেন। দলের মহিলা কর্মীদের বলেন, ‘‘আপনারা বহিরাগতদের ঝাঁটাপেটা করবেন।’’ উদয়নবাবুও সরাসরি হুমকি দেন, বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত উস্কানি ছড়াচ্ছেন। উদয়নবাবু দলের কর্মীদের বলেন, দীপ্তিমানবাবুকে সাবেক ছিটমহল এলাকায় ঢুকতে বাধা দিতে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে কেন তিনি এমন কথা বললেন? রবীন্দ্রনাথবাবুর জবাব, ‘‘কর্মীদের বোঝাতে চাইছিলাম, যারাই গোলমাল করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’ উদয়নবাবুরও বক্তব্য একই রকম। তিনি বলেন, ‘‘কেউ যদি এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেন, তা হলে তাঁকে বাধা দিতেই হবে।’’

দীপ্তিমানবাবুর কথায়, যে ভাষায় শাসক দলের দায়িত্ববান নেতারা কথা বলছেন, তা ভাবাই যায় না। তিনি বলেন, ‘‘এই ভাবে আক্রমণ করার পরে যদি বিচার না পাই, তা হলে বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poyaturkuthi Chitmahal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE