Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রক্তদান ঘিরে বেহালায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

দুপুরে রায়বাহাদুর রোডের ওই এলাকায় বিজেপির উদ্যোগে রক্তদান শিবির চলছিল। বিজেপি-সমর্থকদের অভিযোগ, সেই শিবিরে হামলা করে তৃণমূল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ০২:০৬
Share: Save:

ভোটের পরে বিধায়ক, কাউন্সিলর টানাটানি নিয়ে তৃণমূল-বিজেপি টক্কর চলছিল। রবিবার রক্তদান শিবিরকে ঘিরেও দু’দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেহালার আদর্শপল্লি এলাকা। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।

দুপুরে রায়বাহাদুর রোডের ওই এলাকায় বিজেপির উদ্যোগে রক্তদান শিবির চলছিল। বিজেপি-সমর্থকদের অভিযোগ, সেই শিবিরে হামলা করে তৃণমূল। তাতে কয়েক জন বিজেপি-সমর্থক আহত হন। অভিযোগ, কিছু পরেই পাল্টা হামলা চালায় বিজেপি। স্থানীয় এক তৃণমূল-সমর্থক দোকানে রুটি কিনছিলেন। বিজেপি-সমর্থকেরা তাঁকে বাঁশ দিয়ে পেটায়।

দোষীদের গ্রেফতারের দাবিতে রায়বাহাদুর রোড অবরোধ করে তৃণমূল। মাঝোরহাট সেতু ভাঙার পরে বহু গাড়ি এখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেই রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় নাকাল হন সাধারণ মানুষ। পুলিশ চেষ্টা করেও দীর্ঘ ক্ষণ অবরোধ তুলতে পারেনি। ঘটনাস্থলে চলে আসেন মেয়র-পারিষদ তারক সিংহ। তিনি বলেন, ‘‘দল না-দেখে দোষীদের গ্রেফতার করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Behala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE