Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সিমি-যোগ নেই, দাবি সংগঠনের

রবিবার দীনেশ শর্মা দাবি করেছিলেন, ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ নামে একটি সংগঠনের ছয় সদস্যকে ধরা হয়েছে এবং এই সংগঠন সিমি-ঘনিষ্ঠ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৪
Share: Save:

গত রবিবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে হিং‌সা ছড়ানোর অভিযোগে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। মালদহের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অবশ্য সে ব্যাপারে কোনও তথ্য মেলেনি। শর্মা অভিযোগ করেছিলেন, ধৃতেরা সিমি-ঘনিষ্ঠ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। বুধবার সেই সংগঠনের তরফে আনন্দবাজারকে জানানো হয়, এই দাবি ঠিক নয়। নিষিদ্ধ সংগঠন সিমি-র সঙ্গে তাঁদের যোগ নেই।

রবিবার দীনেশ শর্মা দাবি করেছিলেন, ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ নামে একটি সংগঠনের ছয় সদস্যকে ধরা হয়েছে এবং এই সংগঠন সিমি-ঘনিষ্ঠ। সংগঠনের সাধারণ সম্পাদক মিনারুল শেখ এই অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে সিমির সম্পর্ক নেই এবং মালদহের পপুলার ফ্রন্টের কোনও সদস্য উত্তরপ্রদেশে গ্রেফতার হয়নি।’’ তাঁর কথায়, তাঁদের সংগঠন সামাজিক সংগঠন, জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। আইন-বিরোধী কাজের সঙ্গে তার কোনও যোগ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SIMI Uttar Pradesh Violence Malda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE