Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উচ্চ প্রাথমিকের প্রার্থীদের জমায়েত

শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার দেখা করতে চেয়ে সময় না পাওয়ায় এ বার জমায়েতের কর্মসূচি বলে ডিওয়াইএফআইয়ের বক্তব্য।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০৩:০১
Share: Save:

সমস্যা চলছিল পুজোর সময় থেকে। শেষ পর্যন্ত পথে নেমে দাবি জানানোর সিদ্ধান্ত নিলেন উচ্চ প্রাথমিকের চাকরি-প্রার্থীরা। বিধাননগরের করুণাময়ী মোড়ে ১৪ নভেম্বর, বৃহস্পতিবার তাঁদের নিয়ে জমায়েত করবে ডিওয়াইএফআই। তার পরে যাওয়া হবে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে। উচ্চ প্রাথমিকের মেধা-তালিকায় ভূরি ভূরি অসঙ্গতির অভিযোগ উঠেছিল। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ২৫ অক্টোবর পর্যন্ত অভিযোগ জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার পরে এসএসসি-র তরফে অসঙ্গতি দূর করতে কোনও পদক্ষেপ দেখা যায়নি বলে চাকরি-প্রার্থীদের একাংশের অভিযোগ। শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার দেখা করতে চেয়ে সময় না পাওয়ায় এ বার জমায়েতের কর্মসূচি বলে ডিওয়াইএফআইয়ের বক্তব্য। শিক্ষক নিয়োগের যাবতীয় সমস্যাই শিক্ষামন্ত্রীর কাছে তুলতে চায় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest DYFI Partha Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE