Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পার্থ প্রবেশিকা চান না, বিতর্ক যাদবপুরে

সম্প্রতি প্রকাশিত হয়েছে যাদবপুর স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তি। তাতে সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে, বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং দর্শনে ভর্তির পরীক্ষা নেওয়া হবে।

পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৩:০৭
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হোক, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এটা চান না। অথচ কলা বিভাগের কয়েকটি বিষয়ে ভর্তির পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারির পরে এ বার সেই প্রবেশিকা পরীক্ষা না-নেওয়ার কথা ভাবছেন তাঁরা। আর তাতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। আপাতত সিদ্ধান্ত হয়েছে, বিষয়টি নিয়ে কর্মসমিতির বৈঠকে আলোচনা হবে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে যাদবপুর স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তি। তাতে সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে, বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং দর্শনে ভর্তির পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ। গত জুলাইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান এ গিয়ে নম্বরের ভিত্তিতে ভর্তির পাশাপাশি কিছু বিষয়ে ভর্তির পরীক্ষা নেওয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। মন্ত্রী জানিয়েছিলেন, এই বিষয়ে কতটা স্বচ্ছতা থাকে, সেটা কর্তৃপক্ষ দেখুন। অভিভাবকেরা এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। কর্তৃপক্ষ তাঁদের আশঙ্কামুক্ত করলে তিনি খুশি হবেন। তার পরে গত নভেম্বরে মন্ত্রী জানিয়েছিলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে কলা বিভাগের প্রতিটি বিষয়ে নম্বরের ভিত্তিতে ভর্তি নিতে হবে। কিছু বিষয়ে নম্বরের ভিত্তিতে ভর্তি আর কিছু ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা— এটা চলতে পারে না। একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভর্তির নিয়ম একটাই হবে। এ ব্যাপারে খুব শিগগিরই উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে প্রস্তাব দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

কিন্তু সাম্প্রতিক ভর্তির নোটিসে ছ’টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।শিক্ষা সূত্রের খবর, শিক্ষামন্ত্রী প্রবেশিকা চাইছেন না জেনে এ দিন ভর্তি কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকের পরে সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ জানান, কর্মসমিতির পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। আজ, বৃহস্পতিবার কর্মসমিতির সেই বৈঠক হওয়ার কথা। কলা বিভাগের ডিন শুভাশিস বিশ্বাস এ দিন বলেন, ‘‘আমরা চাই, সেরা মেধা যাদবপুরে আসুক। পরীক্ষা ছাড়াই তা সম্ভব। শিক্ষামন্ত্রীও সেটাই চাইছেন।’’

তবে কলা বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ জানান, প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দেওয়ার পরে এখন পরীক্ষা না-নেওয়ার সিদ্ধান্ত হলে তাঁরা তা মেনে নেবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE