Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মাধ্যমিকে মোবাইল রুখতে তৎপরতা

নিষেধাজ্ঞা থাকলেও পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের একাংশ মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ উঠেছে শিক্ষক মহল থেকেই। গত বছর ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পরীক্ষা শুরুর অনেক আগেই প্রশ্নপত্র খুলে ফেলতেন।

ছবি: বোর্ডের ওয়েবসাইট থেকে

ছবি: বোর্ডের ওয়েবসাইট থেকে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৬
Share: Save:

পরীক্ষার হলে শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি হয়েছিল বছর কয়েক আগেই। এ বার সেই নিষেধাজ্ঞাকে কার্যত হুঁশিয়ারি হিসেবে জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, পরীক্ষাকেন্দ্রে কোনও শিক্ষক বা শিক্ষিকার কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘‘পরীক্ষার হলে মোবাইল ফোনে ব্যবহার রুখতে কড়া নজরদারি চালানো হবে। প্রতিটি স্কুলে আলাদা ভাবে নির্দেশও দেওয়া হয়েছে।’’

নিষেধাজ্ঞা থাকলেও পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের একাংশ মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ উঠেছে শিক্ষক মহল থেকেই। গত বছর ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পরীক্ষা শুরুর অনেক আগেই প্রশ্নপত্র খুলে ফেলতেন। তার পর সংশ্লিষ্ট বিষয়ের কয়েক জন শিক্ষককে দিয়ে সেই প্রশ্নের উত্তর লিখিয়ে কয়েক জন ছাত্রকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দিতেন। তা বিতর্কও হয়। পরীক্ষার সময় হোয়্যাটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়ানোরও অভিযোগ উঠেছে বারবার। সেই সব অভিযোগ এবং বিতর্কের পরিপ্রেক্ষিতে পর্ষদ কঠোর মনোভাব নিয়েছে বলে মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পরীক্ষার্থী এবং শিক্ষকেরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন না। শিক্ষকেরা প্রধান শিক্ষকের ঘরে ফোন জমা রাখেন। এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ পরীক্ষার হলে মোবাইল ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE