Advertisement
২৫ এপ্রিল ২০২৪
State News

বৃষ্টি থামতেই নামল পারদ, শহরে ফের শীতের আমেজ

শুক্রবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে। এ দিন সকাল থেকেই বৃষ্টির দেখা নেই।

ছবি: শাটারস্টক।

ছবি: শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১০:৪৮
Share: Save:

দিন দু’য়েকের বিক্ষিপ্ত বৃষ্টি থামতেই ফের শীতের আমেজ শহর কলকাতায়। নিম্নমুখী কলকাতার তাপমাত্রা। শুক্রবার এক ধাক্কায় পারদ নেমেছে ২ ডিগ্রি। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত দু’দিন ধরেই রাজ্য জুড়ে বৃষ্টি চলছিল। আকাশও ছিল মেঘলা। তবে শুক্রবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে। এ দিন সকাল থেকেই বৃষ্টির দেখা নেই। সেই সঙ্গে পারদও কিছুটা নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রায় ২ ডিগ্রি নেমে শুক্রবার তা হয়েছে ১৬.৮ ডিগ্রি। কলকাতায় দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন পারদ ধীরে ধীরে আরও নামবে। এ দিন সকালের দিকে রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলেছে। ধীরে ধীরে আকাশও পরিষ্কার হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বীরভূমের শ্রীনিকেতনে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, বাঁকুড়ায় তা ১৩.৭ ডিগ্রি, মেদিনীপুরে ১৫.৭ ডিগ্রি এবং বর্ধমানে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সমতলের মতোই শীতের আমেজ রয়েছে পাহাড় জুড়ে। দার্জিলিংয়ে এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে তা রয়েছে ২ ডিগ্রির ঘরে।

আরও পড়়ুন: বিজেপির হাতে ছাত্রীর হেনস্থা, সমর্থন দিলীপের

আরও পড়়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অনটনে স্বপ্ন ভাঙলেও সুরে অটুট বাবলু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE