Advertisement
১৮ এপ্রিল ২০২৪
West Bengal News

সূচনা করবেন অমিতই, রথযাত্রা পিছিয়ে দিল বিজেপি

রথযাত্রার তারিখ পিছিয়ে দিল বিজেপি। বঙ্গ বিজেপির এ যাবৎ ইতিহাসে বৃহত্তম কর্মসূচিতে কিছুতেই গরহাজির থাকতে চাইছেন না দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু রাজস্থানে ভোট প্রচার যখন তুঙ্গে থাকবে, সে সময়ে সব ছেড়েছুড়ে তারাপীঠে চলে আসা খুব কঠিন হয়ে পড়বে শাহের পক্ষে। তাই ৩ ডিসেম্বরের বদলে ৫ ডিসেম্বর থেকে রথযাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল বিজেপি।

অলঙ্করণ: তিয়াসা দাস।

অলঙ্করণ: তিয়াসা দাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৮:০৪
Share: Save:

রথযাত্রার তারিখ পিছিয়ে দিল বিজেপি। বঙ্গ বিজেপির এ যাবৎ ইতিহাসে বৃহত্তম কর্মসূচিতে কিছুতেই গরহাজির থাকতে চাইছেন না দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু রাজস্থানে ভোট প্রচার যখন তুঙ্গে থাকবে, সে সময়ে সব ছেড়েছুড়ে তারাপীঠে চলে আসা খুব কঠিন হয়ে পড়বে শাহের পক্ষে। তাই ৩ ডিসেম্বরের বদলে ৫ ডিসেম্বর থেকে রথযাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল বিজেপি।

যে পাঁচ রাজ্য ভোটে যাচ্ছে, সেগুলোর মধ্যে রাজস্থান আর তেলঙ্গানায় ভোট নেওয়া হবে শেষ দফায় অর্থাৎ ৭ ডিসেম্বর। অতএব নির্বাচনী প্রচার শেষ হবে ৫ ডিসেম্বর। রাজস্থানে বিজেপির জন্য বড় ধাক্কা অপেক্ষায় রয়েছে বলে বিভিন্ন জনমত সমীক্ষা আভাস দিলেও অমিত শাহ সম্ভবত শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে নারাজ। তাই ৫ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের বাইরে সময় দেওয়ার ইচ্ছা খুব একটা নেই সভাপতির। খবর বিজেপি সূত্রের। কিন্তু আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বাংলার গুরুত্বও এখন বিজেপির কাছে অভূতপূর্ব। তাই রাজস্থানের ভোটের জন্য বাংলার রথযাত্রার ওজন কমুক, এমনটাও অমিত শাহ একেবারেই চাইছেন না। তাই রথযাত্রা আয়োজক কমিটি সোমবার বৈঠকে বসে সিদ্ধান্ত নিল, যে দিন রাজস্থানে ভোটের প্রচার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে বাংলার বিজেপি।

রাজ্য বিজেপির সদর দফতরেই এ দিন বিজেপির বৈঠকটা হয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ বৈঠক শুরু হয়েছিল। শেষ হয় ২টোয়। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মুকুল রায়, জাতীয় সম্পাদক রাহুল সিংহ, রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়রা বৈঠকে ছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে উপস্থিত ছিলেন শিব প্রকাশ, অরবিন্দ মেনন এবং সুরেশ পূজারী। বৈঠকের রাশ ছিল শিব প্রকাশের হাতে।

বৈঠক শেষে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সায়ন্তন বসু বলেছেন, ‘‘৩, ৫ ও ৭ ডিসেম্বরের বদলে ৫, ৭ ও ৯ ডিসেম্বর রথগুলোর যাত্রার সূচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ৩ ডিসেম্বর তারাপীঠ থেকে প্রথম রথটা যাত্রা শুরু করলে, সে দিন অমিত শাহের পক্ষে সেখানে উপস্থিত থাকা কঠিন হত। তাই আমরা সময়সূচি একটু বদলেছি।’’ রবিবার পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছিল যে, অমিত শাহকে ছাড়াই রথযাত্রার সূচনা হবে। পরে অমিত শাহ কর্মসূচিতে যোগ দেবেন। কিন্তু সোমবারের বৈঠক শেষে বিজেপির রাজ্য নেতৃত্ব বলছেন, পরে নয়, সূচনা পর্বেই রথযাত্রায় যোগ দেবেন অমিত শাহ।

আরও পড়ুন: বাঙালির নেতাজি-আবেগ ছুঁতেই কি আর এক ‘অকাল বোধনে’ বিজেপি? বাড়ছে তর্ক

বিজেপি সূত্রে জানানো হয়েছে, ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে প্রথম রথটি যাত্রা শুরু করবে। ৭ ডিসেম্বর কোচবিহার থেকে যাত্রা শুরু করবে দ্বিতীয় রথ। ৯ ডিসেম্বর সাগর থেকে তৃতীয় রথের যাত্রা শুরু হবে। সায়ন্তন জানিয়েছেন, অমিত শাহ ৫ ডিসেম্বর থেকে টাকা কয়েক দিন বাংলায় থাকতে চান। এর আগেও বিজেপি সূত্রে জানানো হয়েছিল যে, রাঢ়বঙ্গের রথে টানা সাতদিন কাটাতে চান অমিত শাহ। এ দিন অবশ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে, একটি রথে নয়, তিনটি রথেই একটু একটু করে সময় দিতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি। তবে তিনি বাংলায় সাতদিন থাকবেন, নাকি তার কম বা বেশি, সে বিষয়ে বিজেপি স্পষ্ট করে কিছু জানায়নি

আরও পড়ুন: ফের গাছে ঝুলন্ত বিজেপি কর্মীর দেহ উদ্ধার, এ বার বীরভূমে, অভিযোগ খুনের

এ দিনের বৈঠক শেষ হওয়ার পরে বিজেপির পরিকল্পনা আরও একটু বিশদে সামনে এসেছে। আগে শুধুমাত্র তিনটি রথের কথা শোনা গিয়েছিল। রাজ্য বিজেপি এ দিন জানিয়েছে, বেশ কিছু উপরথও নামবে রাস্তায়। ‘‘রাজ্যের প্রায় সব প্রান্ত থেকেই রথ নিয়ে যাওয়ার আবেদন আসছে। কিন্তু সর্বত্র তো রথ নিয়ে যাওয়া সম্ভব নয়। কিছু এলাকায় রাস্তাঘাটের সমস্যার কারণে রথ পৌঁছতে পারবে। আবার কিছু কিছু এলাকায় যাওয়া সম্ভব হবে না সময়ের কারণে। তাই সেই সব এলাকায় উপরথ বা ছোট আকারের রথ পথে নামবে। উপরথগুলো পরে মূল যাত্রাপথে মিশে যাবে।’’ বললেন সায়ন্তন বসু রথ এবং উপরথগুলো মিলে মোট ১২ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে বলে বিজেপি জানিয়েছে।


মোশন গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE