Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Marriage

বিয়ে-শ্রাদ্ধে ৫০ জনকে নিমন্ত্রণের অনুমতি দিল রাজ্য

নিমন্ত্রিদের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রাতর্ভ্রমণেও ছাড় দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ১৯:৪২
Share: Save:

বিয়েবাড়ির অনুষ্ঠানে এ বার সর্বাধিক ৫০ জনকে নিমন্ত্রণ করা যাবে। করোনা পরিস্থিতিতে এত দিন সামাজিক অনুষ্ঠানগুলিতে ২৫ জনের বেশি আমন্ত্রণ করার অনুমতি ছিল না।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ের কথা ঘোষণা করলেন। তিনি বলেন, “বিয়েবাড়িতে দু’পক্ষের অনেক লোক নিমন্ত্রিত হন। সে কথা মাখায় রেখে ৫০ জনকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে ছাড় দেওয়া হচ্ছে। শ্রাদ্ধানুষ্ঠানেও যোগ দিতে পারবেন সমসংখ্যক মানুষ।”

বিয়ে এবং শ্রাদ্ধানুষ্ঠানে পাশাপাশি প্রাতর্ভ্রমণেও ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, ‘‘গত তিন মাস ধরে বাড়িতে বসে আছে অনেকে। তাঁদের মন ভাল নেই। সে কারণে প্রাতর্ভ্রমণে ছাড় দেওয়া হচ্ছে। ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রাতর্ভ্রমণ করা যেতে পারে। তবে মুখে মাস্ক পড়তে হবে। হাতে গ্লাভসও পড়া উচিত।’’

আরও পড়ুন: ‘আর দু’দিন দেখব!’, বেসরকারি বাস তুলে নিয়ে চালানোর হুঁশিয়ারি মমতার

নিমন্ত্রিদের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এতে সুবিধাই হবে। এর পাশাপাশি করোনা পরিস্থিতে পুলিশকে আরও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE