Advertisement
২০ এপ্রিল ২০২৪

বেলুড় মঠে উন্নত শৌচালয়

বেলুড় মঠে উন্নত শৌচালয় তৈরি করার জন্য তাঁরা স্টেট ব্যাঙ্কের সহযোগিতা চেয়েছিলেন।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ০৩:১৬
Share: Save:

‘স্বচ্ছ বেলুড় মঠ’ প্রকল্পে ভক্ত-দর্শনার্থীদের জন্য উন্নত মানের তেতলা শৌচালয় তৈরি করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। শুক্রবার তার উদ্বোধন করেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার। একসঙ্গে ২০০ লোক ওই শৌচালয় ব্যবহার করতে পারবেন।

এ দিনের অনুষ্ঠানে ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, অন্যান্য প্রবীণ সন্ন্যাসী এবং স্টেট ব্যাঙ্কের বিভিন্ন কর্তা। স্বামী সুবীরানন্দ জানান, তিনি কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের একটি কমিটিতে আছেন।

বেলুড় মঠে উন্নত শৌচালয় তৈরি করার জন্য তাঁরা স্টেট ব্যাঙ্কের সহযোগিতা চেয়েছিলেন। স্টেট ব্যাঙ্ক এক কোটি ৬৮ লক্ষ টাকা দিয়েছে। শৌচালয় গড়তে খরচ হয়েছে দু’‌কোটি আট লক্ষ টাকা। মহিলা, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সেখানে। সাফাইকর্মীদের থাকার ব্যবস্থাও রয়েছে তেতলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belur Math Toilet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE