Advertisement
১৭ এপ্রিল ২০২৪

প্রস্তুতি-ছুটি বন্ধে বিতর্ক

ওয়েবকুটা-র সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ জানান, কলেজ শিক্ষকদের প্রিপারেটরি ছুটি কেটে নেওয়ার সিদ্ধান্ত তাঁরা কিছুতেই মানবেন না। উন্নত পঠনপাঠনের জন্য শিক্ষকদের এই ছুটি প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০২:৫৯
Share: Save:

উচ্চশিক্ষা দফতর ১৫ ফেব্রুয়ারি কলেজ শিক্ষকদের ‘প্রিপারেটরি’ বা প্রস্তুতি-ছুটি বন্ধের নির্দেশ দেওয়ার পরে অধ্যক্ষেরা শিক্ষকদের মধ্যে তার প্রতিলিপি বণ্টন শুরু করেছেন। তার পরেই ছড়িয়েছে জোরদার বিতর্ক।

ওয়েবকুটা-র সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ জানান, কলেজ শিক্ষকদের প্রিপারেটরি ছুটি কেটে নেওয়ার সিদ্ধান্ত তাঁরা কিছুতেই মানবেন না। উন্নত পঠনপাঠনের জন্য শিক্ষকদের এই ছুটি প্রয়োজন।

উত্তর কলকাতার চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ শ্যামলেন্দু চট্টোপাধ্যায় জানান, ইতিমধ্যেই তিনি শিক্ষকদের ওই নির্দেশের প্রতিলিপি দিয়েছেন। শিক্ষকদের এই নির্দেশের কথা জানিয়েছেন যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ও। তাঁর বক্তব্য, এই নির্দেশে শিক্ষকদের সপ্তাহে ছ’দিন কলেজে আসতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে পাঁচ দিন। অথচ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্য সুযোগ-সুবিধা একই রকম। সম্প্রতি উপাচার্যদের বৈঠকে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ‘লিভ রুল’ বা ছুটির বিধি খতিয়ে দেখতে বলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teacher College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE